Tripura Assembly Election 2023

শেষ হল ত্রিপুরা বিধানসভার ভোটপর্ব, বিকেল ৩টে পর্যন্ত ভোটদানের হার ৬৯.৯ শতাংশ

বৃহস্পতিবার সকাল ৭টা থেকে শুরু হয় ত্রিপুরায় বিধানসভার ভোট। শেষ হয় বিকাল ৪টায়। বিকেল ৩টে পর্যন্ত ভোটদানের হার ৬৯.৯ শতাংশ।

Advertisement

সংবাদ সংস্থা

আগরতলা শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৩ ০৭:২৬
Share:

ভোটের লাইনে দাঁড়িয়ে ভোটদান ত্রিপুরার সাধারণ মানুষের। ছবি: পিটিআই ।

শুধু মূল বিষয়গুলি
শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৩ ১৭:০৩ key status

শেষ ত্রিপুরা বিধানসভার ভোটদান পর্ব

সকাল ৭টা থেকে শুরু হয়ে বিকাল ৪টে নাগাদ শেষ হল ত্রিপুরা বিধানসভার ভোটপর্ব। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটের জন্য প্রয়োজনীয় সব রকমের পদক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছিল নির্বাচন কমিশন। কিন্তু তার মধ্যেই বিরোধী বাম-কংগ্রেস জোট এবং তৃণমূলের তরফে শাসক বিজেপির বিরুদ্ধে ভোটারদের ভয় দেখানোর এবং হিংসার অভিযোগ আনা হয়েছে।

শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:৫৭ key status

ত্রুটি দেখা গিয়েছিল ৪০ থেকে ৪৫টি বুথের ইভিএম মেশিনে: মুখ্য নির্বাচনী কমিশনার

৪০ থেকে ৪৫ বুথে ইভিএম মেশিনে ত্রুটি দেখা গিয়েছে বলে জানিয়েছেন ত্রিপুরার মুখ্য নির্বাচনী কমিশনার। তিনি জানিয়েছেন, ইভিএম মেশিনে গন্ডগোলের খবর পাওয়ার পর সেগুলিকে পাল্টে দেওয়া হয়েছে। যেখানে প্রয়োজন সেখানে অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী পাঠিয়েছে।

Advertisement
শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:৫০ key status

কাকরাবন আসনের ভোটকেন্দ্রে হাতাহাতি

কাকরাবন আসনের ভোটকেন্দ্রে হাতাহাতি। কাকরাবন বিধানসভার একটি বুথে মারপিটের খবর এসেছে বলে সংবাদসংস্থা এএনআইকে জানিয়েছেন ত্রিপুরার এক সরকারি আধিকারিক। এই বিষয়ে তদন্ত হচ্ছে এবং একটি মামলা দায়ের করা হয়েছে বলেও তিনি জানান।

শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৩ ১৫:৪২ key status

ত্রিপুরার বিজেপি এবং কংগ্রেসকে নোটিস নির্বাচন কমিশনের

আদর্শ নির্বাচনী আচরণবিধি ভাঙার কারণে ত্রিপুরার বিজেপি এবং কংগ্রেসকে নোটিস পাঠাল মুখ্য নির্বাচনী আধিকারিক। নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরও কংগ্রেস এবং বিজেপির তরফে দলের পক্ষে ভোট দেওয়ার আবেদন করে টুইট করার অভিযোগ এনেছে  নির্বাচন কমিশন।

Advertising
Advertising
শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৩ ১৪:২৩ key status

ত্রিপুরার বক্সনগরে অশান্তি

ত্রিপুরার বক্সনগরে সিপিএমের আঞ্চলিক সম্পাদকের উপর হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। অভিযোগ, ধারালো অস্ত্র নিয়ে বাম নেতার উপর চড়াও হয় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা।

শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৩ ১৪:২০ key status

৯০ শতাংশেরও বেশি মানুষ ভোট দেবে: প্রদ্যোত

ত্রিপুরা বিধানসভা নির্বাচনে ৯০ শতাংশেরও বেশি মানুষের ভোট পড়বে বলে জানালেন তিপ্রা মথা প্রধান প্রদ্যোত। তিনি বলেন, ‘‘আমি মনে করি ৯০ শতাংশেরও বেশি মানুষ ভোট দেবেন এবং ত্রিপুরার মানুষ আমাদের সুযোগ করে দেবে।’’

শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৩ ১৪:১১ key status

নৌকায় চেপে ভোট দিতে এলেন ভোটাররা

ত্রিপুরা বিধানসভা নির্বাচনে ডম্বুর লেকে নৌকায় চেপে ভোট দিতে এলেন রাইমা বিধানসভা কেন্দ্রের ভোটাররা।

শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৩ ১৪:০৪ key status

সকাল ১টা পর্যন্ত ভোট পড়ল ৫১.৩৫ শতাংশ

চলছে ত্রিপুরা বিধানসভা দখলের ভোটদান পর্ব। সকাল ১টা পর্যন্ত সে রাজ্যে ভোটদানের হার ৫১.৩৫ শতাংশ।

শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:৩৮ key status

বিজেপির বিরুদ্ধে হিংসার অভিযোগ তিপ্রা মথা প্রধানের

তিপ্রা মথা প্রধান প্রদ্যোত মাণিক্য দেববর্মন বিজেপির বিরুদ্ধে হিংসার অভিযোগ এনেছেন। তাঁর দাবি, ত্রিপুরার কিছু অংশে বিরোধীদের ব্যাপক মারধর করেছে বিজেপি কর্মীরা।

শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৩ ১২:১৫ key status

সকাল ১১টা পর্যন্ত ভোট পড়ল ৩২.০৬ শতাংশ

ত্রিপুরায় চলছে ভোটদান পর্ব। সকাল ১১টা পর্যন্ত সেই রাজ্যে ভোটদানের হার ৩২.০৬ শতাংশ।

শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৩ ১১:৩১ key status

অরলিয়ায় ভোট দিলেন তৃতীয় লিঙ্গের ভোটাররা

চলছে ত্রিপুরা বিধানসভা নির্বাচনের ভোটদান পর্ব। অরলিয়ায় গিয়ে ভোট দিলেন তৃতীয় লিঙ্গের ভোটাররা। নির্বাচনে তৃতীয় লিঙ্গের মোট ভোটারের সংখ্যা ৬২।

শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৩ ১০:৪৯ key status

ভোট দিলেন মানিক সরকার

আগরতলায় ভোট দিলেন ত্রিপুরা বিধানসভার বিরোধী দলনেতা এবং ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার।

শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৩ ১০:৪৬ key status

কোথায় কত শতাংশ ভোট

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, পশ্চিম ত্রিপুরায় সকাল ৯টা পর্যন্ত ১৪.৫৬ শতাংশ ভোট পড়েছে। ধলাইতে পড়েছে ১৩.৬২ শতাংশ, গোমতীতে ১২.৯৯ শতাংশ, খোয়াইয়ে ১৩.০৮ শতাংশ। উত্তর ত্রিপুরায় এবং দক্ষিণ ত্রিপুরায় ভোট পড়েছে যথাক্রমে ১২.৭৯ শতাংশ এবং ১৪.৩৪ শতাংশ।

শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৩ ১০:০৮ key status

শান্তিরবাজারে অশান্তি

শান্তিরবাজার এবং পুরনো আগরতলার নাথপাড়া এলাকায় অশান্তি। বিরোধীদের মারধর এবং ভোটারদের ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ। পথ অবরোধ করে প্রতিবাদে শামিল ভোটাররা।

শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৩ ০৯:৫২ key status

সকাল ৯টা পর্যন্ত ভোটদানের হার ১৩.২৩ শতাংশ

বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত ত্রিপুরা বিধানসভা নির্বাচনে ভোটদানের হার ১৩.২৩ শতাংশ।

শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৩ ০৯:৩৭ key status

ধনপুর কেন্দ্রে ভোটে বাধা সৃষ্টি নিয়ে উত্তেজনা তুঙ্গে

ত্রিপুরায় ভোটগ্রহণ শুরুর পরই জায়গায় জায়গায় অশান্তির খবর। ধনপুর কেন্দ্রে ভোটারদের ভোট দিতে বাধা দেওয়ার কারণে উত্তেজনার সৃষ্টি হয়েছে।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। বিরোধীদের দাবি, বিজেপি কর্মীরা মানুষকে ভোট দিতে বাধা দিচ্ছেন। অন্য দিকে শাসক বিজেপি দলের পাল্টা দাবি, সিপিএম-কংগ্রেস জোটের বাহিনী অশান্তি সৃষ্টির চেষ্টা করছে।

শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৩ ০৮:৪৮ key status

বিজেপি আবার জিতবে: মুখ্যমন্ত্রী মানিক

আগরতলায় ভোট দিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। ভোট দেওয়ার পর তিনি বলেন, ‘‘ভাল লাগছে। আমি সকল ভোটারকে ভোট দেওয়ার জন্য অনুরোধ করছি।’’ পাশাপাশি তিনি এ-ও বলেন, ‘‘আমি সকালে শান্তিপূর্ণ ভোটের জন্য প্রার্থনা করে ঘর থেকে বেরিয়েছি। দেখবেন মানুষ ভোট দিতে এসেছে। আমি নিশ্চিত যে এখানে বিজেপি আবার সরকার গঠন করবে।’’

শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৩ ০৮:২৩

ভোটারদের অনুপাত

নির্বাচন কমিশনের মতে, এ বারের নির্বাচনে ২৮.১৪ লক্ষ যোগ্য ভোটার রয়েছে। যার মধ্যে ১৪,১৫,২৩৩ জন পুরুষ এবং ১৩,৯৯,২৮৯ জন মহিলা ভোটার। তৃতীয় লিঙ্গের ভোটার ৬২ জন।

শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৩ ০৮:০৩ key status

সুষ্ঠু ভাবেই চলছে ভোটগ্রহণ: মুখ্য নির্বাচনী আধিকারিক

ত্রিপুরার মুখ্য নির্বাচনী আধিকারিক গত্তি কিরণকুমার দিনাকররাও সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, ভোট শুরুর পর থেকে এখনও পর্যন্ত কোনও অপ্রীতিকর ঘটনা বা ইভিএমে প্রযুক্তিগত ত্রুটির খবর উঠে আসেনি। তিনি আরও জানিয়েছেন, ভোটের প্রক্রিয়া চলাকালীন বহিরাগতদের প্রবেশ রুখতে সীমান্ত এলাকাগুলি ঘিরে ফেলা হয়েছে।

শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৩ ০৭:৪৬ key status

কোন দল কত আসনের লড়াইয়ে

নির্বাচনে শাসক বিজেপি ৫৫টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে। বিজেপির জোটসঙ্গী ইন্ডিজিনিয়াস পিপলস্‌ ফ্রন্ট অফ ইন্ডিয়া (আইপিএফটি) প্রার্থী দিয়েছে ছ’টি আসনে। বাম-কংগ্রেসের জোট পার্থী দিয়েছে ৪৭টি এবং ১৩টি আসনে। ত্রিপুরায় ভাগ্য পরীক্ষা করতে নামা তৃণমূল ২৮টি আসনে প্রার্থী দিয়েছে। লড়াইয়ের ‘নতুন ঘোড়া’ জনজাতি দল তিপ্রা মথাও প্রার্থী দিয়েছে ৪২টি আসনে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও পড়ুন
Advertisement