BJP

Agnimitra Paul: আসানসোলে হোর্ডিং খুলে নিচ্ছে তৃণমূল, পুলিশ ও কমিশনে অভিযোগ অগ্নিমিত্রার

তৃণমূল বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় এই অভিযোগ অস্বীকার করেছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ মার্চ ২০২২ ১৮:৩০
Share:

বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। নিজস্ব চিত্র

তাদের লাগানো হোর্ডিং খুলে দিচ্ছে তৃণমূল, রবিবার এমনই অভিযোগ করলেন আসানসোলের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। বিষয়টি নিয়ে তিনি নির্বাচন কমিশন এবং পুলিশকে অভিযোগও জানিয়েছেন। যদিও তৃণমূল অভিযোগ অস্বীকার করছে।

Advertisement

অগ্নিমিত্রার অভিযোগ, ‘‘আসানসোলের বস্তিন বাজারের কাছে জিটি রোডের ধারে লাগানো আমাদের হোর্ডিং খুলে দিচ্ছে তৃণমূল। এ নিয়ে যথেষ্ট তথ্যপ্রমাণ আমাদের হাতে রয়েছে।’’ যদিও তৃণমূল বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় এই অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর কথায়, ‘‘যদি এমন ঘটে থাকে তবে নির্বাচন কমিশনকে লিখিত অভিযোগ করুন।’’

বিজেপি প্রার্থী ইতিমধ্যে নির্বাচন কমিশন এবং পুলিশে অভিযোগ জানিয়েছেন। তবে তাঁর হুঁশিয়ারি, ‘‘তৃণমূল যদি এমনটা করতেই থাকে তবে আমারও তৃণমূলের হোর্ডিং খুলে দিতে পিছপা হব না। এর ফলে দু’দলের মধ্যে অশান্তি হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে।’’ সংবাদমাধ্যমকে হোর্ডিং খোলার ছবিও দেন তিনি।

Advertisement

প্রসঙ্গত আগামী ১২ এপ্রিল আসানসোলে লোকসভা কেন্দ্রের উপনির্বাচন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement