পুলিশকে ঘিরে ক্ষোভ। নিজস্ব চিত্র।
বালি পরিবহণের অনুমতি দিতে হবে, এই দাবিতে পুলিশকে ঘিরে বিক্ষোভ ও রাস্তা অবরোধ করলেন বাসিন্দাদের একাংশ। শুক্রবার কুলটির ডিসেরগড়ের ঘটনা। পুলিশের দাবি, বিক্ষোভকারীরা অবৈধ ভাবে বালি পরিবহণের দাবি তুলেছে। একই দাবিতে তাঁরা শনিবারও বিক্ষোভ দেখান। পুলিশ জানায়, ১০ জনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। তাঁদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। শনিবার এলাকা থেকে একটি অবৈধ বালি বোঝাই ডাম্পার বাজেয়াপ্তও করা হয়েছে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরেই আসানসোল শিল্পাঞ্চলে পাচার রুখতে পথে নেমেছে পুলিশ এবং ভূমি ও ভূমি সংস্কার দফতর। সম্প্রতি ডিসেরগড়ে কয়েকটি ‘অবৈধ’ বালি বোঝাই ট্র্যাক্টর বাজেয়াপ্ত করে পুলিশ। স্থানীয় সূত্রের দাবি, এর পরেই বিক্ষোভ শুরু করেন ওই বালি পরিবহণকারীদের একাংশ। শুক্রবার বিকেলে ডিসেরগড়ের শিশুবাগান এলাকায় বিক্ষোভ দেখান তাঁরা। অবরোধের জেরে যান চলাচল ব্যাহত হয়। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের বাদানুবাদ শুরু হয়। পুলিশের দাবি, তাঁদের একটাই দাবি, অবৈধ ভাবে বালি পরিবহণ করতে দিতে হবে। অন্যথায় বিক্ষোভ চলবে। কিছু ক্ষণ এই অবস্থা চলার পরে আইনি পদক্ষেপের কথা বলায়, বিক্ষোভ তুলে নেন তাঁরা। পুলিশের এক কর্তা বলেন, “দামোদরের বৈধ বালিঘাটগুলি ছাড়া আর কোথায় অবৈধ ঘাট চলছে, সেগুলি চিহ্নিত করা হয়েছে। নিয়মিত অভিযান চলছে।”
বিক্ষোভকারীদের তরফে এক জনের দাবি, “এলাকায় চাকরি নেই। অন্ন সংস্থানের ব্যবস্থা নেই। পেট চালাতে বাধ্য হয়ে নদী থেকে বালি পরিবহণের কাজ করছি। এটা করতে দিতে হবে।” আর এক জনের অভিযোগ, “এলাকায় রমরমিয়ে লোহা, কয়লা পাচার হচ্ছে। তা হলে শুধু বালি পাচার বন্ধ করা হবে কেন?” তাঁর দাবি, “দিনে অন্তত তিন ঘণ্টা বালি নিয়ে যেতে দিতে হবে।” তাঁদের আরও দাবি, ডিসেরগড়ের রক্তার কাছে দামোদর থেকে বালি তুলে নিয়ে যান তাঁরা। তা বন্ধ করতে হলে পুলিশকেই বৈধ চালানের ব্যবস্থা করতে হবে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিক্ষোভের পরে পুলিশি তৎপরতা বেড়েছে। শনিবার ভোর রাতে ডিসেরগড় ঘাটের কাছে অবৈধ বালি বোঝাই একটি ১৬ চাকার ডাম্পার বাজেয়াপ্ত করে পুলিশ। পুলিশের দাবি, ওই বালির কোনও বৈধ চালান দেখাতে না পারায় চালককে গ্রেফতার করা হয়।