অভিষেক বন্দ্যোপাধ্যায়।
তরুণীকে কুপ্রস্তাব দেওয়ার দেওয়ার অভিযোগ ওঠায় দলের নেতা শিশিরকুমার মণ্ডলকে দাঁইহাট পুরসভার চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেওয়ার নির্দেশ দিলেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব। ওই নেতাকে পদত্যাগ করতে হবে বলে নির্দেশ এসেছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে। বৃহস্পতিবার এমনটাই জানালেন পূর্ব বর্ধমানে তৃণমূলের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়।
শিশিরের বিরুদ্ধে এক তরুণীকে চাকরির লোভ দেখিয়ে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে সম্প্রতি। নেটমাধ্যমে সেই সংক্রান্ত একটি অডিয়ো ক্লিপও ছড়িয়ে পড়ে। যার সত্যতা আনন্দবাজার অনলাইন যাচাই করেনি। ওই অডিয়ো ক্লিপে শোনা গিয়েছে, এক তরুণী ‘কাকা’ বলে এক জনকে সম্বোধন করে চাকরির আবেদন করছেন। যাকে ‘কাকা’ বলে সম্বোধন করা হচ্ছে, অভিযোগ তিনি দাঁইহাটের চেয়ারম্যান। পরে ‘কাকা’ তাঁকে ফোন এবং ভিডিয়ো কল করা শুরু করেন। পুজোর আগে একটি লজে ডেকে শারীরিক সম্পর্কের বিনিময়ে চাকরি ও টাকা দেওয়ার প্রস্তাবও দেওয়া হয়। অভিযোগ এমনই।
ওই অডিয়ো ক্লিপ প্রকাশ্যে আসতেই বেকায়দায় পড়ে শাসক দল। দলের অন্দরেও সমালোচনার ঝড় ওঠে। সেই আবহে বৃহস্পতিবার বিকেলে তৃণমূল শীর্ষ নেতৃত্বের কাছ থেকে জেলা নেতৃত্বের কাছে শিশিরকে চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করতে বলার নির্দেশ আসে। জেলা সভাপতি রবীন্দ্রনাথ বলেন, ‘‘দাঁইহাট পুরসভার চেয়ারম্যান শিশিরকুমার মণ্ডলের যে অডিয়ো ভাইরাল হয়েছে সংবাদমাধ্যমে, তার জেরেই এমন সিদ্ধান্ত নিয়েছেন দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ শিশিরবাবুকে চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করতে বলা হয়েছে। উনি পদত্যাগ করবেন৷ পরে যদি ওই অডিয়ো ক্লিপ মিথ্যে প্রমাণিত হয়, তখন আবার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা যাবে।’’
শিশির অবশ্য আগেই দাবি করেছেন, তিনি ওই মহিলাকে চেনেন না। তাঁকে ফাঁসানো হয়েছে। পুরপ্রধানের কথায়, ‘‘আমি ওই মহিলাকে চিনিই না। এখন ডিজিটাল যুগ। আমার গলা ও ছবি নকল করে ওই ভিডিয়ো ছড়ানো হয়েছে।’’ ইতিমধ্যে কাটোয়া থানায় লিখিত অভিযোগও দায়ের করেছেন দাঁইহাটের দু’বারের চেয়ারম্যান শিশির। শীর্ষ নেতৃত্বের নির্দেশ আসার পর তিনি বলেন, ‘‘আমি থানায় লিখিত অভিযোগ জানিয়েছি। পুরো ঘটনার তদন্ত চেয়েছি পুলিশের কাছে। পাশাপাশি, দলকেও তদন্ত করে দেখার জন্য অনুরোধ করেছি। আমি এমন কলঙ্ক নিতে চাই না। দল আমাকে পদত্যাগ করতে বলেছে। সেটা আমি করব।’’