এক সাংবাদিক শাকিবকে আম্পায়ারের সঙ্গে কী কথা হয়েছিল জানতে চাওয়ায় মেজাজ হারান বাংলাদেশ অধিনায়ক। —ফাইল চিত্র
সাংবাদিক বৈঠকে মেজাজ হারালেন শাকিব আল হাসান। ভারতের বিরুদ্ধে ৫ রানে হারের পর সাংবাদিকের সঙ্গে বচসায় জড়ালেন বাংলাদেশের অধিনায়ক। কী হয়েছিল তাঁদের?
বুধবার অ্যাডিলেডে ভারত বনাম বাংলাদেশ ম্যাচ ছিল। সেই ম্যাচ শেষে সাংবাদিক বৈঠকে এক সাংবাদিক শাকিবকে আম্পায়ারের সঙ্গে কী কথা হয়েছিল জানতে চাওয়ায় মেজাজ হারান বাংলাদেশ অধিনায়ক। কী ঘটেছিল?
সাংবাদিক: দুর্ভাগ্য শাকিব। বৃষ্টির পর আপনারা কী আর খেলতে চাননি? কী আলোচনা হচ্ছিল?
শাকিব: আর কী কোনও উপায় ছিল?
সাংবাদিক: উপায় ছিল না, কিন্তু আপনারা কী ওঁদের বোঝানোর চেষ্টা করেননি?
শাকিব: কাদের?
সাংবাদিক: আম্পায়ার এবং অবশ্যই রোহিত শর্মাকে?
শাকিব: আমার কি আম্পায়ারকে বোঝানোর ক্ষমতা আছে?
সাংবাদিক: আচ্ছা, তা হলে কী আপনারা বাংলাদেশের নদী নিয়ে আলোচনা করছিলেন? আম্পায়ারের সঙ্গে কী কথা হচ্ছিল আপনার?
শাকিব: এ বার ঠিক প্রশ্ন করলেন। আম্পায়ার আমাদের ডেকে পাঠিয়েছিলেন। জানাচ্ছিলেন কত ওভার খেলা হবে, কত রান করতে হবে। সেই অনুযায়ী কী নিয়ম হবে।
সাংবাদিক: আপনারা সেটা মেনে নিলেন?
শাকিব: (অবাক সুরে) হ্যাঁ!
সাংবাদিক: খুব সুন্দর, ধন্যবাদ।
বৃষ্টি পড়ার আগে ৭ ওভারে ৬৬ রান ছিল বাংলাদেশের। সেখান থেকে ৯ ওভারে ৮৫ রানের লক্ষ্য হয় শাকিবদের। ৫ রান বাকি থেকে শেষ হয় যায় তাঁদের ইনিংস। শাকিব বলেন, “বৃষ্টি তো আর আমাদের হাতে নেই। তাই আমাদের সেটা মেনে নিয়েই খেলতে হয়। ৯ ওভারে ৮৪ রান (৮৫) মতো করতে হত। এমন অবস্থায় অনেক দলই লক্ষ্যে পৌঁছে যেতে পারত। দুর্ভাগ্য যে খুব কাছে গিয়েও আমরা পৌঁছতে পারিনি।”
ভারত প্রথমে ব্যাট করে ১৮৪ রান তোলে। লোকেশ রাহুল ৫০ রান করেন। বিরাট কোহলি অপরাজিত থাকেন ৬৪ রানে। ১৬ বলে ৩০ রান করেন সূর্যকুমার যাদব। সেই রান তাড়া করতে নেমে বাংলাদেশের জয়ের আশা বাড়িয়েছিলেন লিটন। তিনি ২৭ বলে ৬০ রান করে আউট হয়ে যান। বৃষ্টির জন্য এর পর বাংলাদেশের লক্ষ্য হয়ে যায় ১৬ ওভারে ১৫১ রান। কিন্তু ১৪৫ রানেই শেষ হয়ে যায় শাকিবদের ইনিংস। ৫ রানে ম্যাচ হেরে যায় বাংলাদেশ।