এই সেই শিরীষ গাছ। নিজস্ব চিত্র
অকালে শুকিয়ে গিয়েছে বিদ্যালয় চত্বরের শিরিষ গাছ। মৃত্যু স্বাভাবিক কি না, তা খতিয়ে দেখতে এ বার পুলিশের দ্বারস্থ হলেন প্রধান শিক্ষক। এই ঘটনা ঘটেছে বর্ধমানের মিউনিসিপ্যাল স্কুলে।
বিদ্যালয়ের প্রধানশিক্ষক বিশ্বজিৎ পালের দাবি, শিরিষ গাছটি অনেক দিনের পুরনো। আচমকাই তাঁদের নজরে আসে, ওই গাছটি শুকিয়ে গিয়েছে। বিশ্বজিতের দাবি, ‘‘এমন ভাবে গাছটির মরে যাওয়া রহস্যজনক মনে হয়েছে। এর আগেও অনেক গাছ এ ভাবে মারা গিয়েছে বলে শুনেছি। আমি চাই এই গাছটির মৃত্যু স্বাভাবিক কি না তার তদন্ত হোক।’’ এ জন্য থানায় অভিযোগও দায়ের করেছেন তিনি।
বিশ্বজিতের পাশে দাঁড়িয়েছেন বৃক্ষ বিশেষজ্ঞ অরূপ চৌধুরী। এলাকায় ‘গাছ মাস্টার’ নামে পরিচিত অরূপ। রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত ‘গাছ মাস্টার’ বলছেন, ‘‘অনেক সময়েই সরকারি জায়গায় বড় গাছ থাকলে তা আচমকা মারা যায়। এমনটা হতে পারে সেগুলো কারও অসুবিধার কারণ হয়ে উঠেছিল। এই ঘটনাটাও তাই কি না তা তদন্ত করে দেখা হোক। গাছটিকে খুন করা হয়ে থাকলে তার বিচার হোক।’’