উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।
অ্যাগ্রোনমি নিয়ে উচ্চশিক্ষা লাভ করেছেন? এমন প্রার্থীদের উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় দিচ্ছে গবেষণামূলক কাজের সুযোগ। বিশ্ববিদ্যালয়ের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এই বিষয়ে বিশদ তথ্য জানানো হয়েছে। শূন্যপদ একটি।
প্রজেক্ট ফেলো হিসাবে ফার্টিলাইজার এবং হার্বাসাইড ফিল্ড ক্রপ নিয়ে আগে কাজের অভিজ্ঞতা রয়েছে, এমন ব্যক্তিকে নিয়োগে অগ্রাধিকার দেওয়া হবে। এই পদে প্রতি মাসে ২০ হাজার টাকা ফেলোশিপ হিসাবে বরাদ্দ করা হয়েছে।
আগ্রহীদের বয়স ৩০ বছরের মধ্যে হতে হবে। মহিলা প্রার্থীদের ক্ষেত্রে বয়স ৩৫ বছরের মধ্যে হওয়া বাঞ্ছনীয়। ৩০ জুন, ২০২৫ পর্যন্ত চুক্তির ভিত্তিতে নিযুক্ত ব্যক্তিকে কাজ করতে হবে।
২ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের কোচবিহারের ক্যাম্পাসে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।