Kangaroo Court

Kangaroo Court: বিয়ে লুকিয়ে প্রেম! কুলটিতে সালিশি সভার ‘রায়ে’ জুতোপেটা করলেন প্রেমিকা

দু’মিনিটের ওই ভিডিয়োয় দেখা গিয়েছে, এক যুবক একটি ঘরের মেঝেয় বসে রয়েছেন। এক মহিলা তাঁকে জুতো খুলে মারছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ অগস্ট ২০২২ ১৮:২৩
Share:

জুতো দিয়ে যুবককে মার। ছবি: ভাইরাল হওয়া ভিডিয়ো থেকে।

বিয়ে লুকিয়ে তরুণীর সঙ্গে প্রেম চালিয়ে যাচ্ছিলেন এক যুবক। ধরা পড়ে যাওয়ায় সালিশিসভা বসিয়ে শাস্তি দেওয়া হল তাঁকে। সম্প্রতি এমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। যদিও ওই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

Advertisement

দু’মিনিটের ওই ভিডিয়োয় দেখা গিয়েছে, এক যুবক ঘরের মেঝেয় বসে রয়েছেন। তাঁর আশপাশে রয়েছেন অনেকে। এক মহিলা তাঁকে জুতো খুলে মারছেন— এমন দৃশ্য দেখা গিয়েছে ওই ভিডিয়োয়। ওই যুবক মহিলার আঘাত থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করেন। এর মাঝেই অন্য এক যুবক উঠে এসে মারধর করেন ওই যুবককে। পরে উপস্থিত অন্যান্যরা ওই যুবককে মারধর করা থেকে আটকান।

অনেকের মতে, এই ঘটনা আসানসোল পুর নিগমের ৭১ নম্বর ওয়ার্ডে কুলটির রানিতলা এলাকার। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, যাঁকে জুতো দিয়ে মারা হচ্ছে সেই যুবক নিজের বিয়ের কথা গোপন করে ওই মহিলার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। তা ধরা পড়ার পরই সালিশিসভা বসানো হয়। সেই সভায় মারধর করা হয় ওই যুবককে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement