Suicide

Suicide: বিয়েতে গররাজি, ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ফাঁসের হুমকি প্রেমিকের! আত্মহত্যা কলেজ ছাত্রীর

বাবা নগেন জানান, রবিবার সকালে তিনি ও তাঁর স্ত্রী করোনা টিকা নিতে বেরিয়েছিলেন। ওই সময়েই গলায় ফাঁস দিয়ে ঝুলে পড়ে মেয়ে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২২ ১৬:৪০
Share:

গ্রাফিক: সনৎ সিংহ

প্রেমিকা বিয়েতে রাজি না হওয়ায় ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ফাঁসের হুমকি! রবিবার পূর্ব বর্ধমানের কালনা থানা এলাকায় আত্মহত্যা করলেন এক কলেজ ছাত্রী। ১৯ বছর বয়সি ওই তরুণীর আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর ‘প্রেমিক’-এর বিরুদ্ধে। ছাত্রীর পরিবারের অভিযোগের ভিত্তিতেই অভিযুক্ত যুবকের বিরুদ্ধে তদন্তে নেমেছে পুলিশ। পুলিশ সূত্রেই খবর, পলাতক ওই যুবক।

Advertisement

মৃতার নাম গঙ্গা সেন। তাঁর বাড়ি শাসপুর পশ্চিমপাড়ায়। কালনা কলেজের প্রথম বর্ষে পড়াশোনা করতেন গঙ্গা। বাবা নগেন সেন জানান, কয়েক বছর আগে এলাকারই বাসিন্দা সুরাজ মণ্ডলের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন গঙ্গা। তাঁর অভিযোগ, ‘‘কিছু দিন আগেই মেয়ে জানতে পারে, সুরাজ অনেক মেয়ের সঙ্গে সম্পর্ক জড়িয়ে। এর পরেই গঙ্গা মনস্থির করে, সুরাজের সঙ্গে আর সম্পর্ক রাখবে না। সুরাজকে তা জানিয়েও দেয়। আর তার পর থেকেই মাঝে মধ্যে বাড়িতে এসে পিস্তল দেখিয়ে হুমকি দিয়ে যেত সুরাজ। বলত, ওঁর কাছে মেয়ের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের যা ছবি, ভিডিয়ো আছে, সব ফাঁস করে দেবে।’’ গঙ্গার মা বিশাখা সেন বলেন, ‘‘মেয়েকে বিয়ে করতে চেয়ে প্রায়ই বাড়িতে আসত। গঙ্গা পরিষ্কার জানিয়ে দিয়েছিল, ও ওকে (সুরাজকে) বিয়ে করবে না। কিন্তু সুরাজ শুনত না। পিস্তল উঁচিয়ে প্রাণে মেরে দেওয়ার হুমকি দিত। অত্যন্ত মানসিক চাপে ছিল মেয়ে।’’

নগেন জানান, রবিবার সকালে তিনি ও তাঁর স্ত্রী করোনা টিকা নিতে বেরিয়েছিলেন। ওই সময়েই গলায় ফাঁস দিয়ে ঝুলে পড়ে মেয়ে। তিনি বলেন, ‘‘বাড়িতে ওই সময় ছোট মেয়েও ছিল। ও দিদির ঝুলন্ত দেহ দেখেই আমাদের খবর দেয়। ওই শুনেই আমরা ছুটে আসি মেয়েকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই।’’ কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল গঙ্গাকে। সেখানে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা।

Advertisement

রবিবারই থানায় গিয়ে গোটা ঘটনা মৌখিক ভাবে জানিয়ে এসেছিলেন নগেন। এর পর সোমবার থানায় লিখিত অভিযোগ দায়ের করে গঙ্গার পরিবার। কালনা থানার পুলিশ জানিয়েছে, সব খতিয়ে দেখে আইন মেনে ব্যবস্থা নেওয়া হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement