BJP Protest

জমি নিয়ে প্রতিবাদ শুভেন্দুদের, মিছিলে উত্তেজনা চিড়িয়াখানায়

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির মিছিল চিড়িয়াখানার সামনে পৌঁছতেই স্লোগান, পাল্টা স্লোগানে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০২৫ ০৯:২৭
Share:

বিজেপির প্রতিবাদ মিছিল। চিড়িযাখানার সামনে। নিজস্ব চিত্র।

বিজেপির প্রতিবাদ মিছিলকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল আলিপুর চিড়িয়াখানা চত্বরে। চিড়িয়াখানার জমিকে ‘বাণিজ্যিক স্বার্থে বিক্রি’ করার প্রতিবাদে দক্ষিণ কলকাতা জেলা বিজেপি বৃহস্পতিবার রবীন্দ্র সদন থেকে জাতীয় গ্রন্থাগার পর্যন্ত পদযাত্রার ডাক দিয়েছিল। আদালতের অনুমতি নেওয়া হয়েছিল ওই কর্মসূচির জন্য। চিড়িয়াখানার ফটকের সামনে তৃণমূল কর্মচারী সংগঠনের তরফে পতাকা হাতে জমায়েত করা হয়েছিল। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির মিছিল চিড়িয়াখানার সামনে পৌঁছতেই স্লোগান, পাল্টা স্লোগানে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিজেপির মিছিল থেকে ‘চোর তৃণমূল আর না’, ‘জয় শ্রী রাম’ স্লোগান উঠতে থাকে। পাল্টা তৃণমূলের জমায়েত থেকে ‘জয় বাংলা’, ‘গদ্দার’ স্লোগান উঠতে থাকে। পুলিশ অবশ্য দু’পক্ষের মধ্যে ব্যারিকেড করে পরিস্থিতি সামাল দেয়। বিজেপির মিছিলে ছিলেন আইনজীবী কৌস্তভ বাগচী-সহ দলের নেতারা।

Advertisement

বিরোধী দলনেতা শুভেন্দুর অভিযোগ, ‘‘আলিপুর জেলের জমি বেচেছেন। ট্রাম কোম্পানির জমি বেচেছেন। ঐতিহ্যমণ্ডিত পশু হাসপাতালের জমি বিক্রির চেষ্টা করছেন। এই জমি বিক্রির বড় অংশের টাকা আপনার (মুখ্যমন্ত্রী) পরিবারে ঢুকবে! আমরা সে সবের মধ্যে যেতে চাই না।’’ সেই সঙ্গেই তাঁর হুঁশিয়ারি, ‘‘আমরা পশু হাসপাতালের এক ছটাক জমিও বিক্রি হতে দেব না। প্রয়োজনে মকর সংক্রান্তির পরে ধর্না শুরু করব।’’ তৃণমূল কংগ্রেস অবশ্য এই অভিযোগ উড়িয়ে দিয়েছে। দলের রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, ‘‘শুভেন্দু আরও একটা মিথ্যা প্রচার করছেন! তিনি যে জমির কথা বলেছেন, সেটা বিক্রি নয়, রাজ্য সরকার নির্দিষ্ট পরিকল্পনায় প্রকল্প নিয়েছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement