arrest

বিরল প্রজাতির তক্ষক উদ্ধার, গ্রেফতার পাঁচ

গোপন সূত্রে খবর পেয়ে শনিবার আসানসোল দক্ষিণ থানার পুলিশ ফাঁড়ির বিপরীতে অবস্থিত বার্নপুর রোডের একটি বেসরকারি হোটেল থেকে তাঁদের গ্রেফতার করা হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ মে ২০২৪ ২৩:২৫
Share:

—প্রতীকী ছবি।

বিরল প্রজাতির তক্ষক-সহ পাঁচ জনকে গ্রেফতার করল আসানসোল দক্ষিণ থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে শনিবার আসানসোল দক্ষিণ থানার পুলিশ ফাঁড়ির বিপরীতে অবস্থিত বার্নপুর রোডের একটি বেসরকারি হোটেল থেকে তাঁদের গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম সুজিত সিন্‌হা, মহেশ ঘাসি, সালাউদ্দিন, মুস্তাকিম এবং সফিকুল। ধৃতদের মধ্যে এক জন আসানসোলের হীরাপুর এবং বাকিরা উত্তর ২৪ পরগনার বাসিন্দা। শনিবার সন্ধ্যায় আসানসোল দক্ষিণ থানায় এক সাংবাদিক বৈঠকে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি সেন্ট্রাল বিশ্বজিৎ নস্কর বলেন, ‘‘আসানসোলের এক হোটেলে ধৃতেরা এসেছিল। একটি বিরল প্রজাতির তক্ষক বিক্রির জন্য নিয়ে এসেছিল। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে তাদের গ্রেফতার করেছে। এর পাশাপাশি একটি তক্ষক উদ্ধার করা হয়েছে। বন দফতরকে এই তক্ষক হস্তান্তর করবে পুলিশ।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement