Make Up tips

মাস্কারা না দিয়ে বাড়ির বাইরেই বেরোন না! তাতে কি চোখের পল্লবের কোনও ক্ষতি হচ্ছে?

রূপটান শিল্পীরা বলছেন, মাস্কারা সচরাচর চোখের পল্লবের বিশেষ ক্ষতি করে না। তবে সেটি নির্ভর করছে কয়েকটি বিষয়ের উপরে। সেগুলি নজর রাখতে পারলেই চোখের পল্লব থাকবে ভাল।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০২৫ ২১:১১
Share:

—ফাইল চিত্র।

কথা চোখে চোখেই বেশি হয়। তাই চোখের সাজ গুরুত্বপূর্ণ। যাঁরা সেটা বোঝেন, তাঁদের অনেকেই চোখে নিয়মিত মাস্কারা পরতে ভালবাসেন। কারণ তাতে চোখ দেখায় বড় আর স্পষ্ট। উৎসবে, অনুষ্ঠানে তো বটেই অনেকে নিয়মিত কর্মক্ষেত্রেও যান মাস্কারা পরে। তাতে কি চোখের ক্ষতি হয়?

Advertisement

রূপটান শিল্পীরা বলছেন, মাস্কারা সচরাচর চোখের পল্লবের বিশেষ ক্ষতি করে না। তবে সেটি নির্ভর করছে কয়েকটি বিষয়ের উপরে। সেগুলি নজর রাখতে পারলেই চোখের পল্লব থাকবে ভাল।

—ফাইল চিত্র।

চোখের পল্লবের আর্দ্রতা

Advertisement

চোখের পাতার আর্দ্রতা বজায় থাকলে মাস্কারা ক্ষতি করবে কম। ভ্যাসলিনের মতো কোনও পেট্রোলিয়াম জেলি চোখের পল্লবে লাগাতে পারেন। তাতে মাস্কারা এবং চোখের পাতার মাঝে একটি স্তর তৈরি হয়ে আপনার চোখের পল্লব রক্ষিত থাকবে।

মাস্কারার ব্র্যান্ড

ভাল মানের প্রসাধনী ব্যবহার করলে চোখের পল্লবের ক্ষতি হওয়ার সম্ভাবনা কমে। আবার চোখের চারপাশে কোনও রকম সংক্রমণ হওয়ার ভয়ও থাকে না।

আলতো ভাবে মাস্কারা তুলুন

মাস্কারা তোলার সময় তুলো দিয়ে খুব বেশি ঘষাঘষি করবেন না। তুলোয় ক্লিনজিং ওয়াটার নিয়ে চোখের উপর চেপে রাখুন কয়েক সেকেন্ড। তারপর আলতো হাতে মুছে নিন। বা নারকেল তেল, ভেসলিন লাগিয়েও মুছে নিতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement