Sovan Chatterje

Sovan-Baisakhi vs Ratna: শোভনের বেহালার বাড়ি কিনে নিলেন বৈশাখী! রত্না বললেন, আইনি চিঠি পেলে ব্যবস্থা

বৈশাখীর দাবি, সম্প্রতি তিনি শোভনের বেহালা পর্ণশ্রীর বাড়ির স্বত্ব হাতে পেয়ে গিয়েছেন। ১৩৯ বি মহারানি ইন্দিরা দেবী রোডের বাড়িটির মালিক তিনিই।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২১ ১৩:২৫
Share:

এবার শোভনের বেহালার বাড়ি কিনে নিলেন বৈশাখী। বাড়ি খালির নোটিশ দেওয়া হবে রত্নাকে। নিজস্ব চিত্র।

শোভন চট্টোপাধ্যায়ের বেহালার বসতবাড়ি কিনে নিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। রবিবার আনন্দবাজার অনলাইনকে এমনটাই জানিয়েছেন শোভন-বান্ধবী। তাঁর দাবি, সম্প্রতি তিনি শোভনের বেহালা পর্ণশ্রীর বাড়ির স্বত্ব হাতে পেয়ে গিয়েছেন। ১৩৯ বি মহারানি ইন্দিরা দেবী রোডের বাড়িটির মালিক তিনিই। বৈশাখী জানিয়েছেন, বিভিন্ন মামলার আইনি খরচ চালাতে সমস্যা হচ্ছিল শোভনের। তাই বান্ধবী হিসেবে শোভনকে সাহায্য করতে চেয়েছিলেন তিনি। কিন্তু শোভন তা অস্বীকার করে তাঁর দু’টি সম্পত্তির মধ্যে একটি বৈশাখীকে বিক্রি করতে চান। বন্ধু হিসেবেই কলকাতার প্রাক্তন মেয়রের থেকে বাড়িটি কিনেছেন তিনি।

Advertisement

২০১৭ সালের ৫ নভেম্বর বেহালার বাড়ি ছেড়ে গোলপার্কের এক বহুতলে এসে ওঠেন শোভন। সেই থেকে আর পর্ণশ্রীর বাড়িতে যাননি তিনি। বৈশাখীর দাবি, এখন শোভনের আয়ের পথ বলতে মহেশতলায় থাকা গোডাউন। তাই স্ত্রী রত্না চট্টোপাধ্যায়-সহ তাঁর বাবা দুলাল দাস ও ভাই শুভাশিস দাসকে আইনি চিঠি পাঠিয়ে ‘ক্লেম সেটেলমেন্ট’ চেয়েছিলেন শোভন। কিন্তু কোনও সদুত্তর না পাওয়ায় আর্থিক সমস্যা মেটাতে বাড়ি বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন বেহালা পূর্বের প্রাক্তন বিধায়ক। বৈশাখীর দাবি, আইন সম্মত ভাবেই বেহালা পর্ণশ্রীতে থাকা শোভনের বাড়িটি কিনেছেন তিনি। তাই সময়মতো ওই বাড়িটি খালি করতে নোটিশ পাঠানো হবে রত্নাকে। তবে গত জুন মাসেই শোভন তাঁর সমস্ত সম্পত্তি বৈশাখীর নামে করে দিয়েছেন।

অন্য দিকে রত্নার দাবি, এই সংক্রান্ত বিষয়ে তিনি কিছুই জানেন না। যদি কোনও আইনি নোটিশ বা চিঠি পান, তবে তার মোকাবিলা করবেন আইনগত ভাবেই। বর্তমানে ওই বাড়িতে রত্না তাঁর ছেলে সপ্তর্ষি এবং মেয়ে সুহানিকে নিয়ে থাকেন। এ বারের বিধানসভা ভোটে দাঁড়িয়ে শোভনের পুরনো আসনে তৃণমূল প্রার্থী হিসেবে জয় পেয়ে বিধায়ক হয়েছেন রত্না। বেহালার বাড়ির দখল নিয়েও শোভন-বৈশাখীর সঙ্গে রত্নার সঙ্ঘাত অনিবার্য বলেই মনে করছেন তাঁর ঘনিষ্ঠরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement