বিধানসভা ক্লাব নয়, হুঁশিয়ারি ক্ষুব্ধ স্পিকারের

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ অগস্ট ২০১৯ ০৩:২৪
Share:

স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।

বিধানসভার অধিবেশন কক্ষের মর্যাদা ও গাম্ভীর্য রক্ষায় বিধায়কেরা যত্নবান হচ্ছেন না বলে ক্ষোভ প্রকাশ করলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। কারও নাম করে হুঁশিয়ারি না দিলেও স্পিকারের ক্ষোভের কারণ ছিলেন মূলত শাসক বেঞ্চের সদস্যেরাই।

Advertisement

প্রথামাফিক শোকপ্রস্তাবের মাধ্যমে সোমবার শুরু হয়েছে বিধানসভার অধিবেশন। শোকপ্রস্তাবের সময়েই তাল কেটেছিল এ দিন। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও সাংসদ সুষমা স্বরাজ, অরুণ জেটলি, শীলা দীক্ষিত, অজয় মুখোপাধ্যায়দের প্রয়াণে শোকপ্রস্তাব চলাকালীন অধিবেশন কক্ষের মধ্যে ঘোরাফেরা করতে দেখা যায় তৃণমূলের জনাতিনেক বিধায়ককে। স্পিকার তাঁদের আসনে বসতে বলেন। নিজেদের আসন ছেড়ে মন্ত্রীদের কাছে গিয়ে কথা বলছিলেন কয়েক জন, তাঁদের গলার আওয়াজও শোনা যাচ্ছিল। এরই মধ্যে শোকপ্রস্তাব পাঠ চলতে চলতেই সশব্দ বেজে ওঠে কয়েক জনের মোবাইল! শোকপ্রস্তাব পাঠ শেষ হলে ক্ষুব্ধ স্বরে স্পিকার বলেন, ‘‘সদস্যেরা ঘোরাঘুরি করছেন, ফোন বেজে উঠছে। কী হচ্ছে এ সব? বিধানসভাকে ক্লাবঘর বানাবেন না দয়া করে!’’ শোকপ্রস্তাবের পরেই এ দিনের অধিবেশন মুলতুবি হয়ে গিয়েছে। মুখ্য সরকারি সচেতক নির্মল ঘোষ তার পরে শাসক পক্ষের বিধায়কদের হাজিরা ও আচরণ নিয়ে সতর্ক থাকার বার্তা দিয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement