Calcutta University

বিএড-কাণ্ডে চিঠি

ডিএসও-র দাবি, ওই স্বীকৃতি ফেরাতে বিএড বিভাগে শিক্ষক নিয়োগ-সহ পরিকাঠামো উন্নয়ন করতে হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২০ ০৫:৪০
Share:

প্রতীকী ছবি।

কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিএড কোর্সের স্বীকৃতি ফেরানোর জন্য উপযুক্ত পদক্ষেপ করার দাবিতে বৃহস্পতিবার উপাচার্য সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়ের দফতরে চিঠি দিল ডিএসও। তাদের বক্তব্য, শিক্ষকের অভাব-সহ পরিকাঠামোগত দুর্বলতার জন্য এই বিশ্ববিদ্যালয়ের বিএড কোর্সের স্বীকৃতি বাতিল করেছে এনসিটিই। পরপর তিন বছর এই বিশ্ববিদ্যালয়ের বিএড বিভাগকে শো-কজ করা সত্ত্বেও পরিকাঠামো উন্নত হয়নি। তার পরেই এনসিটিই তাদের কোর্সের স্বীকৃতি বাতিল করেছে। এই অবস্থায় ডিএসও-র দাবি, ওই স্বীকৃতি ফেরাতে বিএড বিভাগে শিক্ষক নিয়োগ-সহ পরিকাঠামো উন্নয়ন করতে হবে। পাশাপাশি, যাদের গাফিলতিতে এই ভাবে বিশ্ববিদ্যালয়ের মানহানি হয়েছে, তাদের শাস্তি দিতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement