Subrata Mukherjee

Subrata Mukherjee: অ্যাঞ্জিওপ্লাস্টি হল মন্ত্রী সুব্রতের, শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানাল হাসপাতাল

পরীক্ষা চলাকালীন শ্বাসকষ্টের সমস্যা ধরা পড়তেই কোনও রকম ঝুঁকি না নিয়ে তাঁকে উডবার্নের আইসিসিউ-তে ভর্তি করানো হয় সুব্রতকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০১ নভেম্বর ২০২১ ২০:৪৫
Share:

পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। ফাইল চিত্র।

এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের সোমবার অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়েছে। হাসপাতাল সুত্রের খবর, তাঁর দেহে দু’টি ‘স্টেন্ট’ও বসানো হয়েছে।

গত ২৪ অক্টোবর শারীরিক পরীক্ষার জন্য এসএসকেএম হাসপাতালে গিয়েছিলেন মন্ত্রী সুব্রত। পরীক্ষা চলাকালীন শ্বাসকষ্টের সমস্যা ধরা পড়তেই কোনও রকম ঝুঁকি না নিয়ে তাঁকে উডবার্নের আইসিসিউ-তে ভর্তি করানো হয়। পরে কার্ডিওলজি আইসিইউ তে চিকিৎসা শুরু হয় তাঁর। ‘নন ইনভেসিভ ভেন্টিলেশন’ বা বাইপ্যাপ সাপোর্টে রাখা হয় রাজ্যের মন্ত্রীকে। দেওয়া হয় অক্সিজেনও। পরে তাঁর বুকেও সংক্রমণ ধরা পড়ে। তবে কিছুটা সুস্থ হওয়ায় গত সপ্তাহে বাইপ্যাপ সাপোর্ট খুলে নেওয়া হয়।

Advertisement

চিকিৎসক সরোজ মণ্ডলের নেতৃত্ব ‘মেডিক্যাল টিম’ সুব্রতের চিকিৎসার দায়িত্বে রয়েছেন। হাসপাতাল সূত্রের খবর, সোমবার অ্যাঞ্জিওগ্রাফির পরে চিকিৎসক মণ্ডলের উপস্থিতিতে হয় অ্যাঞ্জিওপ্লাস্টি। আপাতত মন্ত্রীর শারীরিক অবস্থা স্থিতিশীল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement