Amit Shah

আজ অমিত বিশ্বভারতীতে, রোড শো করবেন বোলপুর শহরে

বিজেপি সূত্রে খবর, মেদিনীপুরের জনসভার পর রবিবারের রোড শো-তে জনসমাবেশের মাধ্যমেও রাজ্যের শাসক দলকে বার্তা দিতে চাইবেন শাহ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০২০ ০০:৪১
Share:

—ফাইল চিত্র।

রাজ্য সফরের দ্বিতীয় দিনেও ঠাসা কর্মসূচি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। শনিবার মেদিনীপুরে জনসভার পর রবিবার তিনি বোলপুরে রোড শো করবেন। তবে তার মাঝে একাধিক কর্মসূচিতে অংশও নেবেন।

Advertisement

রবিবার সকালে নিউটাউনের বেসরকারি হোটেল থেকে শাহের কনভয় রওনা দেবে দমদম বিমানবন্দরের উদ্দেশে। বিমানবন্দর থেকে হেলিকপ্টারে করে তিনি নামবেন বোলপুরে। সেখানে বিশ্বভারতীর হেলিপ্যাডে নামবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর চপার। সকাল ১০টা ৫০ মিনিটে হেলিকপ্টার থেকে নেমে গাড়িতে চড়ে শাহ যাবেন বিশ্বভারতীতে। বেলা ১১টা থেকে দুপুর ১২টা ৪০ মিনিট পর্যন্ত তিনি থাকবেন বিশ্বভারতীতে। দুপুর ১২টা ৫৫ মিনিট নাগাদ বাংলাদেশ ভবনে যাওয়ার কথা স্বরাষ্ট্রমন্ত্রীর। তার পর বোলপুরের পারুলডাঙা গ্রামে এক বাউল শিল্পীর বাড়িতে মধ্যাহ্নভোজ সারবেন।

মধ্যাহ্নভোজের পর বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেবেন শাহ। বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডলের খাসতালুক বোলপুর শহরের হনুমান মন্দির স্টেডিয়াম রোড থেকে দুপুর ২টো নাগাদ একটি রোড শো করবেন। বিকেল ৪টে অবধি চলা সেই রোড শো শেষ হবে বোলপুর চৌরাস্তায়। সেখান থেকে যাবেন এক বেসরকারি রিসর্টে। যেখানে সংবাদমাধ্যমের মুখোমুখি হবেন। বিকেল ৫টা ৪৫ মিনিটে বেসরকারি রিসর্ট থেকে দুর্গাপুরের অণ্ডাল বিমানবন্দরের উদ্দেশে রওনা দেবে শাহের কনভয়। রাত ৮টায় অণ্ডাল থেকে দিল্লি উড়ে যাবে শাহের বিশেষ বিমান।

Advertisement

আরও পড়ুন: শুভেন্দু অধিকার করেই অমিতের হুঙ্কার, ‘তৃণমূলে একা থাকবেন দিদি’

আরও পড়ুন: শুভেন্দুকে ফের নন্দীগ্রামেই ভোটে দাঁড়ানোর চ্যালেঞ্জ তৃণমূলের

শাহের এই সফরের মাঝেই তাঁর দিকে কটাক্ষ ছুড়ে দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। সম্প্রতি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত জাতীয় সঙ্গীত সংশোধনের যে প্রস্তাব দিয়েছেন বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী, তা নিয়ে বিতর্ক তৈরি হলেও মুখ খোলেননি শাহ। এ বিষয়ে শাহকে বিরোধিতা করার আহ্বান জানিয়েছেন অধীর। শনিবার শাহের উদ্দেশে তাঁর টুইট, ‘অমিতজি, কবিগুরুর নোবেল পুরস্কার উদ্ধারের জন্য চেষ্টা করুন! সুব্রহ্মণ্যম স্বামী যে ‘জন গণ মন’ সঙ্গীত বদলাতে বলেছে তার বিরোধিতা করে কিছু বলুন! বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষা ঘোষণা করার জন্য কী করবেন বলুন’।

তবে বঙ্গসফরে এসে জাতীয় সঙ্গীত বিতর্কে এখনও পর্যন্ত মুখ না খুললেও রবিবারের রোড শো-তে জনসমাবেশের মাধ্যমে রাজ্যের শাসক দলকে ফের বার্তা দিতে চাইবেন শাহ। এমনটাই জানা গিয়েছে বিজেপি সূত্রে। শনিবারই মেদিনীপুরের জনসভায় আনুষ্ঠানিক ভাবে বিজেপি-তে যোগ দিয়েছেন তৃণমূলের সদ্যপ্রাক্তন বিধায়ক শুভেন্দু অধিকারী। মেদিনীপুরের জনসভা থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা তাঁর দলের বিরুদ্ধে তোপ দেগেছেন শুভেন্দু এবং শাহ— দু’জনেই। তৃণমূলকে তোলাবাজ, দুর্নীতিপরায়ণের দল বলেও হুঙ্কার দিতে দেখা গিয়েছে শাহকে। অন্য দিকে, ‘ভাইপো’ সম্বোধন করেও সরব হয়েছেন শুভেন্দু।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement