সোমেন, মান্নানদের ডাক এআইসিসি-র

দিল্লিতে আজ, শনিবার তাঁদের নিয়ে বৈঠক। দেশে আর্থিক মন্দা ও কেন্দ্রীয় সরকারের মনোভাবের প্রতিবাদে ১৫ নভেম্বর পর্যন্ত বিক্ষোভ-কর্মসূচির ডাক দিয়েছিল কংগ্রেস।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০১৯ ০০:৫৬
Share:

ছবি: সংগৃহীত।

সব রাজ্যের প্রদেশ কংগ্রেস সভাপতি ও পরিষদীয় দলনেতাদের দিল্লিতে ডেকে পাঠাল এআইসিসি। দিল্লিতে আজ, শনিবার তাঁদের নিয়ে বৈঠক। দেশে আর্থিক মন্দা ও কেন্দ্রীয় সরকারের মনোভাবের প্রতিবাদে ১৫ নভেম্বর পর্যন্ত বিক্ষোভ-কর্মসূচির ডাক দিয়েছিল কংগ্রেস। পরে রাজ্যে রাজ্যে সেই কর্মসূচি ২৫ তারিখ পর্যন্ত সম্প্রসারণ করা হয়েছে। ওই কর্মসূচি এবং অযোধ্যা-রায় পরবর্তী পরিস্থিতি নিয়ে বৈঠকে কথা হতে পারে বলে কংগ্রেস সূত্রের ইঙ্গিত। বৈঠকে যোগ দিতে প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র ও বিরোধী দলনেতা আব্দুল মান্নান রাজ্যে অন্যান্য কর্মসূচি স্থগিত রেখে দিল্লি গিয়েছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement