Bengal Global Business Summit

বিজিবিএস-এর প্রস্তুতি বৈঠক

শিল্পের বিভিন্ন ক্ষেত্র ভাগ করে সম্মেলনের আয়োজন করে আসছে রাজ্য সরকার। ফেব্রুয়ারির ৫ ও ৬ তারিখ বিজিবিএস-এর আসর বসবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০২৫ ০৭:৪৪
Share:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। —ফাইল চিত্র।

কোন কোন ক্ষেত্রে বিনিয়োগ আসতে পারে, তার তালিকা তৈরির নির্দেশ দিল রাজ্য সরকার। বুধবার নবান্নে ‘বিশ্ববাংলা শিল্প সম্মেলনের’ (বিজিবিএস) প্রস্তুতি বৈঠক করেন প্রশাসনিক কর্তারা। সূত্রের দাবি, সেই বৈঠকেই বিনিয়োগ সম্ভাবনার সবিস্তার তথ্য চেয়েছে নবান্ন।

Advertisement

শিল্পের বিভিন্ন ক্ষেত্র ভাগ করে সম্মেলনের আয়োজন করে আসছে রাজ্য সরকার। ফেব্রুয়ারির ৫ ও ৬ তারিখ বিজিবিএস-এর আসর বসবে। তার আগে এ দিনের বৈঠকে সংশ্লিষ্ট সব সচিবকে বলা হয়েছে, তাঁদের দফতরে কেমন বিনিয়োগ সম্ভাবনা রয়েছে, কোন ক্ষেত্রে কোন দফতর কী ধরনের সমঝোতা (মউ) সাক্ষর করতে পারে, এত দিন ধরে যে বিনিয়োগ প্রস্তাবগুলি এসেছে, সেগুলি বাস্তবায়নের পরিস্থিতি কী ইত্যাদি।

প্রশাসনিক কর্তাদের একাংশ জানাচ্ছেন, গত বার রাজ্যের ছোট-ক্ষুদ্র ও মাঝারি শিল্পক্ষেত্রকে (এমএসএমই) ‘থিম’ করে সম্মেলন করেছিল রাজ্য। এ বার সামগ্রিক ভাবে সব ধরনের শিল্পের উপরেই জোর থাকছে। তবে পর্যটন এবং সিনেমা ক্ষেত্রকে বিশেষ ভাবে নজরে রাখা হচ্ছে। কারণ পরিষেবা এবং বিনোদন ক্ষেত্রে অতিরিক্ত সম্ভাবনা দেখছেন বিশেষজ্ঞরা। এ ছাড়া প্রতিবারের মতো এ বারও সেক্টর ভাগ করে আলোচনা, প্রদর্শনী এবং সমঝোতা প্রক্রিয়া হবে। প্রসঙ্গত, স্বাস্থ্য, শিক্ষা, বড় শিল্প, উৎপাদন ক্ষেত্র, বিদ্যুৎ, পরিবহণ, পরিকাঠামো, পর্যটন, সিনেমা ইত্যাদি ক্ষেত্রগুলিতে এক একটি করে কমিটি গড়ে দিয়েছিল রাজ্য সরকার। শিল্পপতি, দফতরের সচিবেরা মিলে এক একটি ক্ষেত্রের প্রস্তুতি নিচ্ছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement