TMC

ঘোড়ামারায় মিলল বিজেপিকর্মীর ঝুলন্ত দেহ, নিশানায় তৃণমূল

হলদিয়ায় এক বিজেপিকর্মীকে খুনের অভিযোগও উঠেছে। বিজেপির তোলা অভিযোগ নস্যাৎ করে দিয়েছে তৃণমূল শিবির।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ৩০ জুলাই ২০২০ ১৬:৪৫
Share:

হলদিয়ায় মৃত বিজেপি কর্মীর শোকস্তব্ধ পরিবার। নিজস্ব চিত্র

ফের বিজেপিকর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার। এ বার দক্ষিণ ২৪ পরগনার সাগরে দলের বুথ সম্পাদককে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুন করার অভিযোগ উঠল। হলদিয়ায় এক বিজেপিকর্মীকে খুনের অভিযোগ উঠেছিল বুধবার। বৃহস্পতিবার ফের রাজ্যের অন্য প্রান্তে ফের এমন কাণ্ডে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। কর্মী খুনের ঘটনায় তৃণমূলের দিকেই অভিযোগের আঙুল তুলেছে বিজেপি। রাজ্য বিজেপির অন্যতম সাধারণ সম্পাদক সায়ন্তন বসুর অভিযোগ, ‘‘পশ্চিমবঙ্গে গণতন্ত্র নেই। এটা প্রতি দিন প্রমাণিত হচ্ছে।’’ গেরুয়া শিবিরের অভিযোগ নস্যাৎ করে দিয়ে দক্ষিণ ২৪ পরগনা জেলা তৃণমূলের সভাপতি শুভাশিস চক্রবর্তী পাল্টা বলছেন, ‘‘কোনও কিছু না জেনেই তৃণমূলের ঘাড়ে দোষ চাপিয়ে দেওয়া বিজেপির স্বভাবে পরিণত হয়েছে।’’

Advertisement

গৌতম পাত্র নামে ওই বিজেপিকর্মী সাগরের ঘোড়ামারা পঞ্চায়েতের ২ নম্বর বুথের সম্পাদক ছিলেন। তাঁর পরিবারের সদস্যদের অভিযোগ, আজ ভোরবেলা তাঁকে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল। এর কিছু ক্ষণ পর গৌতমের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পুলিশ গৌতম পাত্রের দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। মৃত্যুর কারণ জানতে শুরু হয়েছে তদন্ত।

২০১৮-র ৩০ মে পুরুলিয়ার বলরামপুরে একটি গাছ থেকে উদ্ধার হয় বিজেপিকর্মী ত্রিলোচন মাহাতোর ঝুলন্ত দেহ। দিন তিনেক পর সেই বলরামপুর থেকেই উদ্ধার হয় আর এক বিজেপিকর্মী দুলাল কুমারের ঝুলন্ত দেহ। পরের বছর পুরুলিয়ার আড়শায় মেলে বিজেপির যুব মোর্চার কর্মী শিশুপাল সহিসের ঝুলন্ত দেহ। চলতি বছরের জুলাইতেই হেমতাবাদের বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের ঝুলন্ত দেহ মিলেছে। প্রতিটি ক্ষেত্রেই তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলেছে বিজেপি।

Advertisement

আরও পড়ুন: করোনা মোকাবিলায় কলকাতায় শুরু হল অ্যান্টিজেন টেস্ট, দ্রুত শনাক্ত হবে রোগী

গৌতম পাত্রের মৃত্যু নিয়েও বিজেপি রাজ্যের শাসকদলের বিরুদ্ধেই আঙুল তুলেছে। বুধবার হলদিয়ায় পূর্ণচন্দ্র দাস নামে এক বিজেপিকর্মীর মৃতদেহ উদ্ধার হয়। তার সঙ্গে ঘোড়ামারার ঘটনা জুড়ে বিজেপি নেতা সায়ন্তন বসু বলেন, ‘‘পশ্চিমবঙ্গে গণতন্ত্র নেই। এটা প্রতি দিন প্রমাণিত হচ্ছে। গতকাল হলদিয়ার পর আজ ঘোড়ামারা।’’

এর আগে রাজ্যে বিভিন্ন সময়ে বিজেপিকর্মীদের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনা ঘটেছে। সেই উদাহরণ টেনে সায়ন্তন আরও বলেন, ‘‘আগে পুরুলিয়াতেও এমন ভাবে বিজেপিকর্মীদের খুন করে ঝুলিয়ে দেওয়া হয়। হেমতাবাদের বিধায়ককেও খুন করে ঝুলিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু একের পর এক ঘটনা ঘটলেও কারও সাজা হয়নি। এ রাজ্যে ফ্যাসিস্ট সরকার চলছে। কেন্দ্রীয় সরকারের বলিষ্ঠ পদক্ষেপ নেওয়া উচিত।’’ এই ইস্যুতে রাস্তায় নামার কথাও বলেছেন সায়ন্তন। শুক্রবার বিজেপির দুটি প্রতিনিধি দল হলদিয়া এবং ঘোড়ামারায় যাবে বলেও জানিয়েছেন তিনি। বুধবার রাতে হুগলির আরামবাগে প্রণব বাগ নামে এক বিজেপিকর্মীকে মারধর করা হয় বলে অভিযোগ। এ দিন এন্টালিতে মহিলা মোর্চার নেত্রীর উপর হামলার অভিযোগ উঠেছে। উঠেছে বাড়ি ভাঙচুরের অভিযোগও।

লন্ডভন্ড এন্টালির বিজেপি নেত্রী মামণি মণ্ডলের বাড়ি। নিজস্ব চিত্র

আরও পড়ুন: মণিপুরে নিরাপত্তারক্ষীদের উপর জঙ্গি হামলা, নিহত তিন জওয়ান

বিজেপির সব অভিযোগ অবশ্য নস্যাৎ করে দিয়েছেন দক্ষিণ ২৪ পরগনার জেলা তৃণমূলের সভাপতি শুভাশিস চক্রবর্তী। তাঁর কথায়, ‘‘এ আর নতুন কী! মর্গে কোনও দেহ পড়ে থাকলেও বিজেপি আমাদের উপরে দোষ চাপায়।’’ শুভাশিস আরও বলেন, ‘‘তদন্ত করলে হয়তো দেখা যাবে প্রেমঘটিত ব্যাপার অথবা পারিবারিক কারণে আত্মহত্যা। কিন্তু কোনও কিছু না জেনেই তৃণমূলের ঘাড়ে দোষ চাপিয়ে দেওয়া বিজেপির স্বভাবে পরিণত হয়েছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement