adhir chowdhury

Adhir Chowdhury: রাজ্যে টিকার বরাদ্দ বাড়াতে মোদীকে চিঠি অধীরেরও 

এ বারের চিঠিতে তিনি জানিয়েছেন, করোনা সংক্রমণের তৃতীয় ঢেউয়ের আশঙ্কা মাথায় রেখে দ্রুত সকলের জন্য প্রতিষেধকের ব্যবস্থা হওয়া জরুরি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৯ অগস্ট ২০২১ ০৬:০১
Share:

ফাইল চিত্র।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুরেই বাংলার জন্য করোনা প্রতিষেধকের বরাদ্দ বাড়ানোর দাবি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিলেন লোকসভায় বিরোধী দলের নেতা অধীর চৌধুরী। টিকার জোগান বাড়ানোর আর্জি জানিয়ে আগেও প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীরবাবু। এ বারের চিঠিতে তিনি জানিয়েছেন, করোনা সংক্রমণের তৃতীয় ঢেউয়ের আশঙ্কা মাথায় রেখে দ্রুত সকলের জন্য প্রতিষেধকের ব্যবস্থা হওয়া জরুরি। অথচ তথ্য বলছে, গত ২ অগস্ট পর্যন্ত বাংলায় টিকা পেয়েছেন তিন কোটি ৬৫ হাজার জন। রাজ্যের মোট জনসংখ্যা যেখানে ১০ কোটির বেশি, সেখানে টিকা পাওয়ার এই হার যথেষ্টই অপ্রতুল। অধীরবাবুর দাবি, বাংলার জনঘনত্ব বিচার করে এই রাজ্যের জন্য টিকার বরাদ্দ বাড়ানোর ব্যবস্থা করুক কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রীকে পাঠানো চিঠিতে সম্প্রতি একই দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement