সিবিআই নোটিস পেয়ে শুক্রবার রাতে বাঁকুড়া থেকে কলকাতায় ফেরেন অভিষেক। ফাইল চিত্র।
স্কুলে নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলায় শনিবার সকাল ১১টায় সিবিআই তলব করেছে তাঁকে। শুক্রবার সিবিআইয়ের নোটিসের কথা জানার পরেই বাঁকুড়ার সোনামুখীতে তৃণমূলের ‘নবজোয়ার’ কর্মসূচি থেকে কলকাতায় ফিরে এসেছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
শুক্রবার গভীর রাতে নবজোয়ার যাত্রার অভিজ্ঞতা এবং প্রাপ্তি নিয়ে একটি টুইট করেছেন অভিষেক। লিখেছেন, ‘আমার কাছে এই জনসংযোগ যাত্রা একটি আবেগ। শুধু মাত্র একটি যাত্রার চেয়ে বেশি। এই যাত্রা আমাকে জনগণের কাছে এনেছে, শিকড়ের সন্ধান দিয়েছে। ন্যায়ের ভবিষ্যৎ গড়ে তোলার জন্য আমার সঙ্কল্পকে দৃঢ় করেছে। তৃণমূল এবং নবজোয়ার বাংলার উন্নয়নের জন্য আমার প্রতিশ্রুতি।’’
প্রসঙ্গত, গত ২৫ এপ্রিল কোচবিহারের দিনহাটা থেকে জনসংযোগ যাত্রা শুরু করেছিলেন অভিষেক। ধারাবাহিক ভাবে দু’মাস ধরে তা চলার কথা থাকলেও বাদ সেধেছে সিবিআইয়ের নোটিস। তাঁর অনুপস্থিতির কারণে সাময়িক ভাবে স্থগিত রয়েছে তৃণমূলের ওই জনসংযোগ কর্মসূচি। শুক্রবার রাতে বাঁকুড়ার পাত্রসায়রে কুচিবাগান মাঠে তৃণমূলের ‘নবজোয়ার’ কর্মসূচিতে সভা ছিল অভিষেকের। কিন্তু তিনি সভা স্থগিত রেখে কলকাতায় ফেরায় ওই সভায় ভার্চুয়াল মাধ্যমে বক্তৃতা করেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।