Adhir Ranjan Chowdhury

বিধানসভা বয়কট করতে হলে নির্বাচনে অংশ নেওয়া কেন? বিজেপি-কে তোপ অধীরের

অধীর আরও বলেন, ‘‘বিজেপি-র বিধানসভা বয়কটের সিদ্ধান্তে যাঁরা বিজেপি প্রার্থীদের ভোট দিয়ে জয়ী করেছেন তাঁদের অসম্মান জানানো হচ্ছে।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ মে ২০২১ ১৭:৩৬
Share:

নিজস্ব চিত্র।

রাজ্যে বিধানসভা নির্বাচনে প্রধান বিরোধী দলে হিসাবে উঠে এসেছে বিজেপি। অন্য দিকে এ বার রাজ্যে একজন বিধায়কও নেই কংগ্রেসের। বিধায়ক হিসাবে শপথ নিলেও বিধানসভা বয়কটের সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। গেরুয়া শিবিরের দাবি, ভোট পরবর্তী হিংসার প্রতিবাদে এই সিদ্ধান্ত। বিজেপি-র এই সিদ্ধান্তের সমালোচনা করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী। বললেন, বিধানসভা যদি বয়কট করবে, তা হলে বিজেপি নির্বাচনে অংশ নিল কেন?

Advertisement

শনিবার সাংবাদিক বৈঠকে এই মন্তব্য করেন অধীর। তিনি বলেন, ‘‘বিজেপি-র এই সিদ্ধান্ত অত্যন্ত সংকীর্ণ। বিধানসভা বয়কট করতে হলে নির্বাচনে অংশ নেওয়া কেন? শুধুমাত্র সরকার গড়তেই কি নির্বাচনে অংশ নেওয়া? গণতন্ত্রে সরকার পক্ষ ও বিরোধী পক্ষ উভয়কেই থাকতে হবে। কারণ, বিরোধী দলকে বাদ দিয়ে কোনও গণতন্ত্র শক্তিশালী হয় না।’’

অধীর আরও বলেন, ‘‘বিজেপি-র বিধানসভা বয়কটের সিদ্ধান্তে যাঁরা বিজেপি প্রার্থীদের ভোট দিয়ে জয়ী করেছেন তাঁদের অসম্মান জানানো হচ্ছে। বিধানসভায় যদি তাঁরা হাজিরই না থাকেন তা হলে মানুষের সুবিধা-অসুবিধার কথা বলবেন কী ভাবে? মানুষের কথা বলার জায়গা বিধানসভা ও লোকসভা। বিধানসভার মধ্যে উপস্থিত থেকে প্রতিবাদ করা কিংবা প্রতিবাদে বিধানসভা থেকে বেরিয়ে যাওয়া যায়, কিন্তু সম্পূর্ণ বিধানসভাকেই বয়কট করায় মানুষের রায়কে অমর্যাদা দেওয়া হচ্ছে।’’

Advertisement

বিজেপি-র এই সিদ্ধান্ত ও ব্যবহারের পিছনে পরাজয় মানতে না পারার মানসিকতা লুকিয়ে আছে বলেই মনে করছেন অধীর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement