বিরাট কোহলি। —ফাইল চিত্র।
মেলবোর্নে শুক্রবার মেজাজ হারালেন বিরাট কোহলি। আউট হওয়ার পর সাজঘরে ফেরার সময় এক অস্ট্রেলীয় সমর্থক তাঁকে কটাক্ষ করেন। তা শুনে ক্ষিপ্ত কোহলি সাজঘরের দিকে চলে গিয়েও ফিরে আসন বাইরে। তাঁকে পাল্টা কিছু বলতে দেখা যায়।
বর্ডার-গাওস্কর ট্রফির চতুর্থ টেস্টে কোহলির কোনও কিছুই যেন ঠিকঠাক হচ্ছে না। বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার তরুণ ব্যাটার স্যাম কনস্টাসকে ধাক্কা মেরে বিতর্কে জড়িয়েছেন। শুক্রবার ঝামেলায় জড়ালেন সমর্থকদের সঙ্গে। এ দিন আউট হওয়ার পর সাজঘরে ফিরছিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক। গ্যালারির নীচে দিয়ে সাজঘরে ফেরার সময় তাঁকে আওয়াজ দেন কয়েক জন সমর্থক। সে দিকে না-তাকিয়ে সাজঘরে ফেরার রাস্তা ধরেন কোহলি।
তখনই কোনও এক সমর্থক কটাক্ষ ছুড়ে দেন কোহলিকে। সেই কথা কানে যেতেই সংযত থাকতে পারেননি তিনি। আবার বাইরে বেরিয়ে আসেন। সেই সমর্থককে কিছু বলতে দেখা যায় কোহলিকে। তবে জল বেশি দূর গড়ায়নি। স্থানীয় এক ক্রিকেটকর্তা সঙ্গে সঙ্গে ছুটে আসেন। তিনি কোহলিকে শান্ত করে সাজঘরের দিকে এগিয়ে দেন। তবে এই ঘটনার ভিডিয়ো ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে।
মেলবোর্নের ২২ গজে ভাল শুরু করেও বড় রান পাননি কোহলি। তাঁর ব্যাট থেকে এল ৩৬ রানের ইনিংস। আবারও অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা দিয়ে আউট হয়েছেন।