Anupam Roy's show

অনুপমের গানের অনুষ্ঠানে বড় দুর্ঘটনা, ভিড়ের চাপে ভেঙে পড়ল গেট, দেগঙ্গার বইমেলায় হুলস্থুল কাণ্ড

বইমেলার গেট ভেঙে পড়ার পর হুড়োহুড়ির মধ্যে পড়ে গিয়ে অনেকে জখম হয়েছেন। তাঁদের কয়েক জনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনার জেরে বাতিল করে দেওয়া হয় অনুষ্ঠান।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৩ ২১:৫৭
Share:

—ফাইল চিত্র।

অনুপম রায়ের গানের অনুষ্ঠানে ভিড়ের চাপে গেট ভেঙে বিপত্তি। শনিবার উত্তর ২৪ পরগনার দেগঙ্গার বইমেলায় সন্ধ্যায় অনুপমের শো ছিল। সেখানেই ঘটনাটি ঘটে। বইমেলার গেট ভেঙে পড়ার পর হুড়োহুড়ির মধ্যে পড়ে গিয়ে অন্তত পাঁচ জন জখম হয়েছেন। তাঁদের কয়েক জনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনার জেরে বাতিল করে দেওয়া হয় অনুষ্ঠান।

Advertisement

দেগঙ্গা বইমেলার মুখ্য আয়োজক তুষারকান্তি দাস বলেন, ‘‘উপচে পড়া ভিড় হয়েছিল বইমেলায়। হাজার হাজার মানুষ এসেছিলেন অনুপম রায়ের গান শুনতে। আবেগ ধরে রাখতে পারেননি শ্রোতারা। সেই কারণেই এই দুর্ঘটনা ঘটে গিয়েছে। যাঁরা আহত হয়েছেন, তাঁদেরকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। পরবর্তী অনুষ্ঠান কমিটি আলোচনা করে জানিয়ে দেবে।’’

বইমেলার আয়োজকদের সূত্রে খবর, অনুপমের শো দেখতে দেগঙ্গা ও আশপাশের অন্তত ১০টি ব্লক থেকে মানুষ এসেছিলেন। বইমেলা প্রাঙ্গণে অন্তত ৩০ হাজার মানুষের সমাগম হয় শনিবার। ব্যারিকেড করে দেওয়া হয়েছিল মূল ফটকে। হাজার হাজার মানুষ হুড়মুড়িয়ে বইমেলায় ঢুকতে গেলে বিপত্তি ঘটে। এই বিপুল ভিড়ের চাপে ব্যারিকে়ড ভেঙে গেলে পড়ে গিয়ে জখম হন অনেকে। পরে বইমেলা কমিটির তৎপরতায় এবং পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এই ঘটনার জেরে ঘণ্টাখানেক অবরুদ্ধ হয়ে পড়ে টাকি রোড।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement