ফাইল চিত্র।
কয়লা কাণ্ডে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর দিল্লির অফিসে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সশরীরে হাজিরার বিষয় দিল্লি হাইকোর্টে বিচারাধীন। তাই আজ, বৃহস্পতিবার পূর্বনির্ধারিত তলবি নোটিসে ইডি দফতরে অভিষেকের হাজির হওয়া নিয়ে সংশয় রয়েছে। তবে তদন্তকারী সংস্থার তরফে পূর্বনির্ধারিত কোনও নোটিস সাংসদের কাছে পৌঁছয়নি বলে বুধবার দাবি করেছেন তাঁর আইনজীবী সঞ্জয় বসু। তিনি বলেন, "পূর্বনির্ধারিত কোনও নোটিস পাওয়া যায়নি। সশরীরে হাজিরার বিষয়টি দিল্লি হাইকোর্টে বিচারাধীন।’’ বিষয়টি বিচারাধীন সেই কারণে সাংসদের হাজিরার ব্যাপারে মুখ খুলতে নারাজ ইডির আধিকারিকেরাও।
প্রসঙ্গত, কয়লা পাচার কাণ্ডে ১ সেপ্টেম্বর দিল্লির সদর দফতরে অভিষেকের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে তলব করেছিল ইডি। ওই সময় অতিমারি পরিস্থিতিতে দুটি শিশু সন্তানকে কলকাতার বাড়িতে রেখে দিল্লির সদর দফতরে হাজির হওয়া সম্ভব নয় বলে চিঠি দিয়ে তদন্তকারী অফিসারকে জানিয়েছিলেন রুজিরা। কিন্তু ৬ সেপ্টেম্বর ইডির তলবে দিল্লির অফিসে হাজির হন অভিষেক। তাঁকে প্রায় ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। ইডির দাবি, তার পরেও একাধিকবার রুজিরা ও অভিষেককে দিল্লির অফিসে হাজির হওয়ার জন্য তদন্তকারীরা নোটিস পাঠিয়েছেন।
দিল্লির বদলে কলকাতার অফিসে জিজ্ঞাসাবাদের আবেদন নিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন অভিষেক ও রুজিরা। ওই আবেদনের বিষয়টি এখনও বিচারাধীন। আগামী ২৯ অক্টোবর ওই আবেদনের মামলার ফের শুনানি রয়েছে।