Abhishek Banerjee

বাংলার বাইরেও অভিষেকের নজর, বললেন, যেখানেই যাব জিততে যাব

অভিষেক জানান, মাত্র ৪৮ ঘণ্টা আগেই নতুন দায়িত্ব পেয়েছেন তিনি। এক মাসের মধ্যে জাতীয় স্তরের নির্দিষ্ট পরিকল্পনা তাঁরা তৈরি করে ফেলবেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৭ জুন ২০২১ ১৭:৫৪
Share:

নিজেদের লক্ষ্য স্পষ্ট করে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজস্ব চিত্র।

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে নাম ঘোষণার পরে সোমবার সাংবাদিক বৈঠকে জাতীয় স্তরে দল কী পরিকল্পনা নিয়ে এগোবে সেই বিষয় স্পষ্ট না করলেও নিজেদের লক্ষ্য স্পষ্ট করে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বললেন, ‘‘যে রাজ্যেই যাব জিততে যাব।’’

Advertisement

সাংবাদিকদের প্রশ্নের জবাবে অভিষেক জানান, মাত্র ৪৮ ঘণ্টা আগেই নতুন দায়িত্ব পেয়েছেন তিনি। পরিস্থিতি বুঝে নিতে এখনও কিছুটা সময় লাগবে তাঁর। কিন্তু এক মাসের মধ্যে জাতীয় স্তরের নির্দিষ্ট পরিকল্পনা তাঁরা তৈরি করে ফেলবেন। তার পরে দলনেত্রীর সম্মতি পেলেই জাতীয় স্তরে নিজেদের কাজ শুরু করে দেবে তৃণমূল।

তিনি দায়িত্ব নেওয়ার পরে অন্যান্য রাজ্যে প্রভাব বিস্তারে তৃণমূলের পদ্ধতিতে বদল হবে বলেও জানিয়েছেন অভিষেক। তিনি বলেন, ‘‘আমরা স্পষ্ট পরিকল্পনা নিয়ে এগোব। যে রাজ্যে যাব জিততে যাব। কিছু ভোট পেতে বা কিছু বিধায়কের জন্য যাব না।’’

Advertisement

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

জাতীয় রাজনীতিতে বিজেপি বিরোধিতার প্রশ্নে তাঁরা অনেক দলকে ইতিমধ্যেই পাশে পেয়েছেন বলে জানিয়েছেন অভিষেক। তিনি বলেন, ‘‘ইতিমধ্যেই অনেক রাজ্য থেকে শুভেচ্ছা এসেছে। অনেক রাজনৈতিক দল আমাদের শুভেচ্ছা জানিয়েছে। সবাই জানেন, বিজেপি-র বিরুদ্ধে লড়াইয়ে প্রধান মুখ মমতা বন্দ্যোপাধ্যায়।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement