আগে ৭০ ঘন্টা কাজের পক্ষে সওয়াল করে সমালোচনার মুখে পরেছিলেন ইনফোসিস কর্তা। নারায়ণ মূর্তির থেকে আরও এক ধাপ এগিয়ে সপ্তাহে ৯০ ঘন্টা কাজের সওয়াল করেছেন সুব্রক্ষণ্যন। এমনকি রবিবারেও ছুটি না নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। দ্রুত ভাইরাল হওয়া এক ভিডিয়োয় ক্ষোভ আছড়ে পড়েছে নেট দুনিয়ায়। সমালচনার ঝড় উঠেছে তথ্যপ্রযুক্তি সেক্টরেও।