অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজস্ব চিত্র।
বিজেপি-কে হারানো আমাদের লক্ষ্য নয়। আমাদের লক্ষ্য দেশকে বাঁচানো, দেশের সংবিধানকে রক্ষা করা। সবাই বিশ্বাস করেন, মমতা গণতন্ত্রকে বাঁচাতে পারবেন।
যে রাজ্যে নদীতে মৃতদেহ ভাসছে সেখানে কেন্দ্রের দল যাচ্ছে না। সব দল বাংলায় পাঠাচ্ছে। আসলে নিজেদের হার হজম করতে পারছে না বিজেপি।
অমিত মালব্যকে বলব, আইন নিয়ে আসুন যাতে এক পরিবার থেকে একজনের বেশি রাজনীতিতে আসতে পারবেন না। আইন আনুন। সবার আগে আমি ইস্তফা দেব।
এক মাসের মধ্যে স্পষ্ট পরিকল্পনা তৈরি করব। এ বার আমাদের পদ্ধতি ভিন্ন হবে। যে রাজ্যেই যাব জিততে যাব, কিছু ভোট পেতে নয়, কিছু বিধায়কের জন্য নয়।
বাংলার মানুষ সব কিছুর জবাব দিয়েছেন। বাংলা কোনও কুৎসার কাছে মাথা নত করে নি। বাংলা বহিরাগতদের কাছে মাথা নত করেনি। বাংলার মানুষের রায়ে দেশে নতুন আশা জেগেছে। বাংলা গোটা দেশকে আশা দেখাচ্ছে।
তৃণমূলে মমতার পরে দলের কর্মীরা। এখানে সেকেন্ড ম্যান বলে কেউ হয় না। বিরোধী দলনেতাকে অনুরোধ করব গঠনমূলক আলোচনা করুন। কুৎসা না করে বিরোধী দলনেতার কাজ করুন।
দল আমাকে নতুন দায়িত্ব দিয়েছে। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কৃতজ্ঞ। দলের ওয়ার্কিং কমিটির বৈঠকে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্ষীয়ান নেতারা আগেই সেগুলো জানিয়েছেন। আমি নতুন দায়িত্ব পাওয়ার পর বর্ষীয়ান নেতাদের সঙ্গে দেখা করেছি। তাঁদের আশীর্বাদ ও পরামর্শ নিয়েছি।