Abhishek Banerjee

তৃণমূলে মমতা বন্দ্যোপাধ্যায়ই নেত্রী, সেকেন্ড ম্যান বলে কেউ নেই: অভিষেক

অভিষেক বলেন, দল আমাকে নতুন দায়িত্ব দিয়েছে। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কৃতজ্ঞ। বর্ষীয়ান নেতাদের সঙ্গে দেখা করেছি আশীর্বাদ নিয়েছি। 

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৭ জুন ২০২১ ১৫:৫৪
Share:

অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজস্ব চিত্র।

শুধু মূল বিষয়গুলি
শেষ আপডেট: ০৭ জুন ২০২১ ১৬:৩০ key status

বিজেপি-কে হারাতে নয়, আমরা দেশকে বাঁচাতে চাই

বিজেপি-কে হারানো আমাদের লক্ষ্য নয়। আমাদের লক্ষ্য দেশকে বাঁচানো, দেশের সংবিধানকে রক্ষা করা। সবাই বিশ্বাস করেন, মমতা গণতন্ত্রকে বাঁচাতে পারবেন। 

শেষ আপডেট: ০৭ জুন ২০২১ ১৬:২৭ key status

বাংলাকে বার বার আক্রমণ করা হচ্ছে

যে রাজ্যে নদীতে মৃতদেহ ভাসছে সেখানে কেন্দ্রের দল যাচ্ছে না। সব দল বাংলায় পাঠাচ্ছে। আসলে নিজেদের হার হজম করতে পারছে না বিজেপি। 

Advertisement
শেষ আপডেট: ০৭ জুন ২০২১ ১৬:২৩ key status

বিজেপি আগে দলে পরিবার তন্ত্র বন্ধ করুক

অমিত মালব্যকে বলব, আইন নিয়ে আসুন যাতে এক পরিবার থেকে একজনের বেশি রাজনীতিতে আসতে পারবেন না। আইন আনুন। সবার আগে আমি ইস্তফা দেব। 

শেষ আপডেট: ০৭ জুন ২০২১ ১৬:১৭ key status

যে রাজ্যেই যাব জিততে যাব, কিছু ভোট পেতে নয়

এক মাসের মধ্যে স্পষ্ট পরিকল্পনা তৈরি করব। এ বার আমাদের পদ্ধতি ভিন্ন হবে। যে রাজ্যেই যাব জিততে যাব, কিছু ভোট পেতে নয়, কিছু বিধায়কের জন্য নয়। 

Advertising
Advertising
শেষ আপডেট: ০৭ জুন ২০২১ ১৬:১২ key status

বাংলার মানুষের রায়ে দেশে নতুন আশা জেগেছে

বাংলার মানুষ সব কিছুর জবাব দিয়েছেন। বাংলা কোনও কুৎসার কাছে মাথা নত করে নি। বাংলা বহিরাগতদের কাছে মাথা নত করেনি। বাংলার মানুষের রায়ে দেশে নতুন আশা জেগেছে। বাংলা গোটা দেশকে আশা দেখাচ্ছে। 

শেষ আপডেট: ০৭ জুন ২০২১ ১৬:০৪ key status

কুৎসা না করে বিরোধী দলনেতার কাজ করুন, শুভেন্দুর উদ্দেশে অভিষেক

তৃণমূলে মমতার পরে দলের কর্মীরা। এখানে সেকেন্ড ম্যান বলে কেউ হয় না। বিরোধী দলনেতাকে অনুরোধ করব গঠনমূলক আলোচনা করুন। কুৎসা না করে বিরোধী দলনেতার কাজ করুন। 

শেষ আপডেট: ০৭ জুন ২০২১ ১৫:৫৫ key status

দল নতুন দায়িত্ব দিয়েছে, আমি কৃতজ্ঞ

দল আমাকে নতুন দায়িত্ব দিয়েছে। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কৃতজ্ঞ। দলের ওয়ার্কিং কমিটির বৈঠকে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্ষীয়ান নেতারা আগেই সেগুলো জানিয়েছেন। আমি নতুন দায়িত্ব পাওয়ার পর বর্ষীয়ান নেতাদের সঙ্গে দেখা করেছি। তাঁদের আশীর্বাদ ও পরামর্শ নিয়েছি। 

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও পড়ুন
Advertisement