Abhishek Banerjee

বিরোধী বিজয়ীরা স্বাগত: অভিষেক

অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘আমি তো বারবার বলেছি, ভাল লোক আমাদের দলে আসতেই পারেন। তাঁদের জন্য দরজা খোলা। তিনি সিপিএম হতে পারেন, বিজেপি হতে পারেন।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ জুলাই ২০২৩ ০৭:১৪
Share:

অভিষেক বন্দ্যোপাধ্যায়। —ফাইল চিত্র।

পঞ্চায়েতে বিজেপি, সিপিএম বা অন্য দলের বিজয়ীদের জন্য তৃণমূল কংগ্রেসের দরজা খুলে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার তিনি বলেন, ‘‘আমি তো বারবার বলেছি, ভাল লোক আমাদের দলে আসতেই পারেন। তাঁদের জন্য দরজা খোলা। তিনি সিপিএম হতে পারেন, বিজেপি হতে পারেন।’’ সেই সঙ্গেই তিনি বলেন, ‘‘সামাজিক পরিচিতি আছে, এমন কেউ নির্দল প্রার্থী হয়ে জিতেছেন, তিনি আসতেই পারেন।’’ তবে এ তৃণমূলের প্রতীক না পেয়ে অন্য দলে গিয়েছেন বা তাঁরা যাঁদের শাস্তি দিয়েছেন, এমন কাউকে তৃণমূলে ফিরিয়ে নেওয়া হবে না বলেও জানিয়ে দিয়েছেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement