দুর্নীতির প্রতিবাদে আপ-এর ‘ধিক্কার মিছিল’
পঞ্জাবে বিধানসভা ভোটে সাফল্যের পরে ‘দুর্নীতিমুক্ত বাংলা’ গড়ার ডাক দিয়েই এ রাজ্যে নতুন উদ্যমে পা রাখার কথা বলেছিল অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি (আপ)। রাজ্যে নিয়োগ-দুর্নীতির প্রতিবাদে এ বার কলকাতায় পথে নামল তারা। বাংলায় ক্রমাগত নিয়োগ-দুর্নীতির অভিযোগ সামনে রেখে রবিবার আপ ডাক দিয়েছিল ‘ধিক্কার মিছিলে’র। এন্টালির রামলীলা পার্ক থেকে মেয়ো রোডে গান্ধীমূর্তি পর্যন্ত মিছিলে শামিল হয়েছিলেন কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি-সহ সংলগ্ন এলাকার আপ কর্মী-সমর্থকেরা। মিছিল শেষে গান্ধীমূর্তির কাছে আন্দোলনরত শিক্ষক-প্রার্থীদের অবস্থানে গিয়ে তাঁদের সঙ্গে কথা বলেন আপ-এর প্রতিনিধিরা। আপ-এর মুখপাত্র অর্ণব মৈত্রের বক্তব্য, ‘‘শুধু আর্থিক দুর্নীতির প্রতিবাদ নয়। শিক্ষা ব্যবস্থাকে ভেঙে ফেলা এবং তরুণ প্রজন্মের ভবিষ্যতের ক্ষতি করারও প্রতিবাদ করছি আমরা।’’ আপ নেতারা জানিয়েছেন, শক্তিশালী লোকায়ুক্ত গড়ার দাবিতে তাঁরা আন্দোলন করেছিলেন। এ রাজ্যে লোকায়ুক্তের অধীনে যাতে মুখ্যমন্ত্রীর দফতরকেও অন্তর্ভুক্ত করা হয়, সেই দাবিতে এর পরে তাঁরা আন্দোলন করবেন।