বহরমপুরে কলেজ পড়ুয়া খুনের ঘটনায় ধৃত সুশান্ত চৌধুরী। —নিজস্ব চিত্র।
বহরমপুরে কলেজ পড়ুয়া খুনের ঘটনায় ধৃত সুশান্ত চৌধুরীকে ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিল আদালত। মঙ্গলবার বহরমপুর মহকুমা আদালতে পেশ করা হয় সুশান্তকে। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় খুন-সহ আরও বেশ কয়েকটি ধারায় মামলা রুজু করে পুলিশ। তার ভিত্তিতেই বিচারক নীলাদ্রি নাথ অভিযুক্তকে পুলিশ হেফাজতে পাঠায়। ১০ দিন পর ফের তাকে আদালতে তোলা হবে।
সোমবার সন্ধ্যায় কলেজ ছাত্রী সুতপা চৌধুরীকে ছুরির দিয়ে বার বার আঘাত করে সুশান্ত। তার ফলে মৃত্যু হয় ওই পড়ুয়ার। নৃশংস ওই ঘটনায় সোমবারই সুশান্তকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের পরিবার থেকে প্রতিবেশী, সকলেরই দাবি করেন, ওই যুবকের সঙ্গে সুতপার প্রেমের সম্পর্ক ছিল। দিন কয়েক আগে বিবাদ তৈরি হয়েছিল দু’জনের মধ্যে। তার পরই সোমবার সন্ধ্যায় সুতপাকে নির্মম ভাবে খুন করে সুশান্ত।