বিধানসভায় অবস্থানে শুভেন্দু অধিকারী।
তৃণমূল বিধায়কদের ঘরের ৮০ ভাগ লোক তো আমাদের সঙ্গে আছেন। এমনটাই দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার বিধানসভার বাইরে বিক্ষোভের নেতৃত্ব দিতে এসে এমনটাই দাবি করলেন তিনি। সাত জন বিধায়কের সাসপেনশন প্রত্যাহারের দাবিতে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে জোড়া প্রস্তাব জমা দেয় বিজেপি পরিষদীয় দল। সেই প্রস্তাব দু'টি পদ্ধতিগত কারণে বাতিল করে দেন স্পিকার। সেই প্রস্তাব বাতিল প্রসঙ্গে কথা বলতে গিয়েই শুভেন্দু বলেন, "কোনও সিদ্ধান্ত স্পিকারের নিজের ইচ্ছায় হয়নি। আমি সকালেই আমাদের দলের মুখ্য সচেতককে এ বিষয়টি জানিয়েছিলাম যে, আমাদের প্রস্তাব গৃহীত হবে না। ওদের মধ্যে তো আমার লোক আছে এখনও। মুখ্যমন্ত্রী পরিষদের মন্ত্রীকে ফোন করে বলেছেন, ওদের প্রস্তাব যেন কোনও ভাবেই গৃহীত না হয়। আমি সকাল ন'টার সময় বিজেপি পরিষদীয় দলের সদস্যদের এ কথা জানিয়ে দিই। ওদের ঘরের ৮০ ভাগ লোক তো আমাদের সঙ্গে আছে।" রাজনীতির কারবারিদের মতে, শাসক শিবিরের মধ্যে অবিশ্বাসের বাতাবরণ তৈরি করতেই এমন কৌশল নিয়েছেন নন্দীগ্রাম বিধায়ক।
প্রসঙ্গত, কিছু দিন আগেই বিরোধী দলের অন্দরে গুপ্তচর থাকার কথা প্রকাশ্যে এনেছিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। যদিও সেই দাবিকে অস্বীকার করেছিলেন তৃণমূলের রাজ্যের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। এ দিন সেই বিতর্ক ফের উস্কে দিয়ে শুভেন্দু বলেন, "ওদের লোকেরাই তো আমাদেরকে জানিয়ে দিয়েছে যে, আমাদের প্রস্তাব গৃহীত হবে না। আগামিকাল ফের শুনানি রয়েছে আদালতে। সেই শুনানিতেই আদালত যা নির্দেশ দেবে, সেই অনুযায়ী আমরা শুনব।" তবে বিরোধী দলনেতার এমন দাবি খারিজ করে দিয়েছে তৃণমূল পরিষদীয় দল। তাদের কথায়, সংবাদমাধ্যমে ভেসে থাকতেই বিরোধী দলনেতা এমন অবান্তর কথা বলেছেন, যার কোনও ভিত্তি নেই। রাজ্য বিজেপি দিন দিন মাটি হারাচ্ছে। সেই ভয়ে এখন এমন সব আবোল তাবোল কথা বলছেন তিনি।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ।