Bablu Murmur

চোর সন্দেহে ‘মার’, হত এক ভাতারে

কিছু দিন আগে কয়েকটি জেলার যুব সভাপতির নাম ঘোষণা করেও দিলীপবাবুর নির্দেশে সেই তালিকা তুলে নিতে হয় সৌমিত্রকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০২০ ০১:৩০
Share:

প্রতীকী ছবি।

মোবাইল চোর সন্দেহে বাবলু মুর্মু (৪৮) নামে এক জনকে পিটিয়ে খুনের অভিযোগে বৃহস্পতিবার রাতে চার জনকে গ্রেফতার করল পূর্ব বর্ধমানের ভাতার থানার পুলিশ। ভাতারের ওড়গ্রামের ঘটনা। পুলিশ জানায়, ধৃত ঠাকুর হেমব্রম, সোম টুডু, জোরান টুডু ও মাতাল হেমব্রমকে শুক্রবার বর্ধমান আদালতে হাজির করানো হলে, বিচারক তাদের তিন দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন। স্থানীয় সূত্রের খবর, বৃহস্পতিবার বিকেলে মূল অভিযুক্ত ঠাকুর হেমব্রম তাঁর মোবাইল খুঁজে পাচ্ছিলেন না। বাবলুবাবু তা চুরি করেছেন বলে অভিযোগ তোলেন তিনি। অভিযোগ মানেননি বাবলুবাবু। তা নিয়ে দু’জনের মধ্যে ঝামেলা বাধে। নিহতের ছেলে রবির অভিযোগ, ঠাকুরবাবু কয়েকজনকে এনে বাবলুবাবুকে বাঁশ দিয়ে মারধর করেন। রক্তাক্ত অবস্থায় বাবলুবাবুকে প্রথমে গুসকরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র নিয়ে যাওয়া হয়। পরে বর্ধমান মেডিক্যালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। ওই রাতেই চার জনের নামে খুনের অভিযোগ দায়ের হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement