National Voters Day

News of the day: সুপ্রভাত, আজ: কী হচ্ছে, কী হবে

জাতীয় ভোটার দিবস উপলক্ষে দেশ জুড়ে নানা অনুষ্ঠানের আয়োজন করেছে নির্বাচন কমিশন। কলকাতাতেও ওই দিবস পালন করা হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৫ জানুয়ারি ২০২২ ০৭:০৫
Share:

ফাইল চিত্র।

করোনার কারণে দীর্ঘ দিন স্কুল, কলেজ বন্ধ রয়েছে। তবে এ বার খোলা হোক শিক্ষা প্রতিষ্ঠানগুলি। এই আবেদন জানিয়ে মামলা দায়ের হয় কলকাতা হাই কোর্টে। আজ, মঙ্গলবার ওই মামলাটির শুনানি রয়েছে উচ্চ আদালতে। এ ছাড়া স্কুল ছুটদের স্কুলে ফেরাতে কী পদক্ষেপ নিচ্ছে রাজ্য তা নিয়েও শুনানি হতে পারে।

Advertisement

এ ছাড়াও মঙ্গলবার নজরে রাখার মতো:

Advertisement

ভোট পরবর্তী হিংসা মামলা

বিধানসভা ভোটের পর রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তির অভিযোগ তুলে একাধিক মামলা দায়ের হয়েছিল কলকাতা হাই কোর্টে। ওই মামলায় সিবিআই ও সিট এখনও তদন্ত জারি রেখেছে। আজ ওই সংক্রান্ত বিষয় শুনানি হতে পারে উচ্চ আদালতে।

বিধানসভায় রাজ্যপাল

প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে আজ বিধানসভায় যেতে পারেন রাজ্যপাল জগদীপ ধনখড়। বেলা ১১টা নাগাদ সেখানে আম্বেডকরের মূর্তিতে মালা দেওয়ার কথা তাঁর। তার পর একটি সাংবাদিক বৈঠক করতে পারেন রাজ্যপাল।

রাজ্য বিজেপি-তে বিদ্রোহ

রাজ্য বিজেপি-তে বিদ্রোহের সুর ক্রমশ চড়া হচ্ছে। দলের বিরুদ্ধে মুখ খোলায় নেতৃত্বের একাংশ শাস্তি দিচ্ছেন, আবার অন্য অংশ প্রশয় দিচ্ছেন। সোমবার জয়প্রকাশ মজুমদার এবং রীতেশ তিওয়ারিকে সাময়িক বরখাস্ত করার পর বিদ্রোহ আরও বাড়ছে। এমতাবস্থায় দলীয় কোন্দলে জেরবার বিজেপি-র ওই সংক্রান্ত খবর আলোচনার কেন্দ্রে থাকবে।

গ্রাফিক- সনৎ সিংহ।

গোয়ায় অভিষেক

সামনেই গোয়া বিধানসভার নির্বাচন। সেই কারণে ফের ওই রাজ্যে তিন দিনের সফরে গিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ সেখানে তাঁর প্রচার কর্মসূচিতে অংশ নেওয়ার কথা।

রাজ্যের করোনা পরিস্থিতি

গত এক মাসের বেশি সময় পরে সোমবার রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা পাঁচ হাজারের নীচে নেমেছে। আজও নজর থাকবে করোনা পরিসংখ্যানের দিকে।

পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন

আসন্ন পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ শুরু হবে ১০ ফেব্রুয়ারি। এই দফায় সংশ্লিষ্ট আসনগুলিতে প্রচারের ক্ষেত্রে ছাড়পত্র দিয়েছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন। প্রতিটি রাজনৈতিক দল তারকা প্রচারের তালিকা প্রকাশ করেছে। আজ থেকে নজর থাকবে ওই রাজ্যগুলোর প্রচার কর্মসূচির দিকে।

লতা মঙ্গেশকর শারীরিক অবস্থা

গুরুতর অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন সঙ্গীত শিল্পী লতা মঙ্গেশকর। কয়েক দিন ভেন্টিলেটরের থাকলেও এখন তাঁর অবস্থা কিছুটা স্থিতিশীল। ফলে আজ তিনি কেমন থাকেন সে দিকে নজরে থাকবে। এ ছাড়া করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ফুটবলার সুরজিৎ সেনগুপ্ত। নজর থাকবে তাঁর শারীরিক অবস্থার দিকেও।

জাতীয় ভোটার দিবস

জাতীয় ভোটার দিবস উপলক্ষে দেশ জুড়ে নানা অনুষ্ঠানের আয়োজন করেছে নির্বাচন কমিশন। কলকাতাতেও ওই দিবস পালন করা হবে। দুপুর ২টো নাগাদ জাতীয় গ্রন্থাগারে ওই কর্মসূচিটি পালন করবে কমিশন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement