Youth shot at

টিটাগড়ে বাইকে করে এসে যুবককে গুলি, ব্যক্তিগত শত্রুতার জের বলে মনে করছে পুলিশ, শুরু তল্লাশি

শনিবার টিটাগড়ের আলি হায়দর রোডে একটি বাইকে চেপে আসে এক দুষ্কৃতী। সেখানে মেহবুব নামে এক যুবককে লক্ষ্য করে গুলি চালিয়েই বাইক নিয়ে চম্পট। পুলিশ অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

টিটাগড় শেষ আপডেট: ০২ মার্চ ২০২৪ ১৪:৫০
Share:

— প্রতীকী চিত্র।

উত্তর ২৪ পরগনায় আবার চলল গুলি। সাতসকালে টিটাগড়ে গুলিবিদ্ধ হয়েছেন এক যুবক। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, ব্যক্তিগত শত্রুতার জেরেই যুবককে গুলি করা হয়েছে। আক্রমণকারীর সন্ধানে তল্লাশি শুরু করেছে পুলিশ।

Advertisement

শনিবার সকালে টিটাগড়ের আলি হায়দর রোডে চললো গুলি। স্থানীয় সূত্রের খবর, শনিবার সকাল সাড়ে ছ’টা নাগাদ বাইকে চেপে এসে মেহবুব আলম নামে এক যুবককে গুলি করে পালিয়ে যায় এক দুষ্কৃতী। গুলিবিদ্ধ যুবকের দাবি, তাঁকে গুলি করেছেন জনৈক অমর আলি। সাতসকালে গুলির শব্দে হইচই পড়ে যায় এলাকায়। স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি গুলিবিদ্ধ মেহবুবকে ব্যারাকপুর বিএন বসু হাসপাতালে নিয়ে যান। আপাতত সেখানেই চিকিৎসা চলছে মেহবুবের।

ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, ব্যক্তিগত শত্রুতার জেরে মেহবুবকে গুলি করে খুন করার চেষ্টা করেছিলেন আমির। এর মধ্যে এখনও পর্যন্ত রাজনীতির কোনও ছায়া পাওয়া যায়নি। আমিরের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। খুব দ্রুত আক্রমণকারীকে গ্রেফতার করা সম্ভব হবে বলে আশা করছে পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement