Bombing

ধানের গাদা দেওয়া নিয়ে ঝগড়া, প্রতিবেশীকে বোমা মেরে গ্রেফতার দুই যুবক! মথুরাপুরে আতঙ্ক

দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরে বোমাবাজির ঘটনায় ২ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তল্লাশি চালিয়ে আরও ৩টি তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ৷

Advertisement

নিজস্ব সংবাদদাতা

মথুরাপুর শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০২২ ১৭:৫৫
Share:

প্রতিবেশীর সঙ্গে ঝগড়া করে তাঁকে বোমা মারার অভিযোগে গ্রেফতার দুই যুবক। —প্রতীকী চিত্র।

ধানের গাদা দেওয়াকে কেন্দ্র করে প্রতিবেশীকে বোমা মারার অভিযোগে উত্তপ্ত এলাকা। বোমার আঘাতে আহত হলেন ২ জন। তাঁদের মধ্যে এক জন বৃদ্ধা। ২ জনকে ভর্তি করানো হয়েছে হাসপাতালে। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর থানার দক্ষিণ লক্ষ্মীনারায়ণপুর পঞ্চায়েতের কালীবাবুর চক এলাকায়। এই ঘটনার পর থেকে মঙ্গলবার সকাল থেকেই দফায় দফায় উত্তেজনা ছড়াল এলাকায়। ইতিমধ্যে বোমাবাজির ঘটনায় দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, সোমবার রাতে কালীবাবুর চক গ্রামের মাঠ থেকে ধান কেটে এনে গাদা দিচ্ছিলেন স্থানীয় বাসিন্দা রাধেশ্যাম সর্দার ও তাঁর পরিবারের সদস্যেরা। সেই সময় প্রতিবেশী বরুণ নাইয়া ও তাঁর পরিবারের লোকজন তাঁদের বাধা দেন বলে অভিযোগ। রাধেশ্যামের দাবি, কথা কাটাকাটি হতে হতে তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের মারধর করা হয়। কিছু বুঝে ওঠার আগে তাঁদের লক্ষ্য করে বোমা ছোড়া হয়। বোমার আঘাতে গুরুতর জখম হন তিনি এবং পরিবারের অশীতিপর সদস্য পারুল শিকারি।

পুলিশ সূত্রে খবর, স্থানীয়রা আহত রাধেশ্যাম এবং পারুলকে উদ্ধার করে ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। এই ঘটনার পর মঙ্গলবার সকাল থেকে উত্তেজনা ছড়িয়ে পড়ে কালীবাবুর চক এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মথুরাপুর থানার পুলিশ। বোমাবাজির ঘটনায় যুক্ত থাকার অভিযোগে বুদ্ধেশ্বর হালদার, রাজকুমার নস্কর নামে ২ যুবককে গ্রেফতার করে তারা। বুধবার তাঁদের ডায়মন্ড হারবার মহকুমা আদালতে পেশ করা হবে।

Advertisement

ওই ঘটনার পর এলাকায় তল্লাশি চালিয়ে ৩টি তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ। এ নিয়ে সুন্দরবন পুলিশ জেলার সুপার ভাস্কর মুখোপাধ্যায় বলেন, ‘‘বোমাবাজির অভিযোগ পেয়ে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়েছিল। ২ জনকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না খতিয়ে দেখা হচ্ছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement