Khardaha

রাস্তা আটকে ব্যবসায়ীদের টাকা ছিনিয়ে নেওয়া হত, অবশেষে খড়দহে সেই দুই দুষ্কৃতী গ্রেফতার

ধৃতদের নাম অজিত সিংহ এবং হাসান ঢালি। ধৃতদের কাছে আগ্নেয়াস্ত্র এবং কার্তুজও উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

খড়দহ শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৪ ১১:১৩
Share:

ধৃত দু’জনের কাছ থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্রও। —নিজস্ব চিত্র।

ভোরে উঠে মাছ আনতে হাটে যেতেন ব্যবসায়ীদের। তখনই তাঁদের ঘিরে ধরত দুষ্কৃতীরা। উত্তর ২৪ পরগনার খড়দহ থানার সোদপুর, পানিহাটি, আগরপাড়া ইত্যাদি অঞ্চলের মাছ ব্যবসায়ী উপর হামলা চালিয়ে নগদ টাকা ছিনিয়ে নেওয়া হত। দিন কয়েক ধরে এই অভিযোগ পাচ্ছিল পুলিশ। তার ভিত্তিতে অভিযান চালিয়ে এলাকার দুই কুখ্যাত ছিনতাইবাজকে পাকড়াও করলেন খড়দহ থানার পুলিশ আধিকারিকরা। ধৃতদের নাম অজিত সিংহ এবং হাসান ঢালি। ধৃতদের কাছে আগ্নেয়াস্ত্র এবং কার্তুজও উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

Advertisement

এলাকার কয়েক জন মাছ ব্যবসায়ী জানাচ্ছেন, হাটে যাওয়ার সময় তাঁদের উপর চড়াও হতেন ওই দু’জন। আগ্নেয়াস্ত্র দেখিয়ে টাকা কেড়ে নেওয়া হত। মারধরও করা হত। বেশ কয়েক দিন ধরে একই রকম ঘটনার মুখোমুখি হতে হয় তাঁদের। এর পর পুলিশের দ্বারস্থ হয়েছিলেন তাঁরা।

পুলিশ সূত্রে খবর,আক্রান্ত ব্যবসায়ীরা অভিযোগ দায়ের করেছিলেন থানায়। তাঁদের অভিযোগের ভিত্তিতে খড়দহ থানার পুলিশ সন্তর্পণে অভিযান চালায়। তাতে এলাকার দুই কুখ্যাত ছিনতাইবাজকে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার করে পুলিশ। ধৃত অজিত এবং হাসানকে পাঁচ দিনের জন্য পুলিশি হেফাজতে চেয়ে বারাকপুর আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ। ধৃতদের সঙ্গে কোনও চক্র জড়িত কি না, সেটাও দেখা হচ্ছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement