‘ওয়েস্ট বেঙ্গল লিঙ্গুয়িস্টিক মাইনরিটিজ় অ্যাসিসিয়েশনে’র ডাকে রবিবার কলকাতায় সমাবেশে হল। —প্রতীকী চিত্র।
নির্বাচনের সময় এলেই তৃণমূল কংগ্রেস অ-বাংলাভাষীদের ‘বহিরাগত’ বলে আক্রমণ করে। এই নিয়ে ক্ষোভের কথা উঠে এল ভাষাগত সংখ্যালঘু সমাবেশে। ‘ওয়েস্ট বেঙ্গল লিঙ্গুয়িস্টিক মাইনরিটিজ় অ্যাসিসিয়েশনে’র ডাকে রবিবার কলকাতায় এই সমাবেশে উপস্থিত ছিলেন বিজেপি নেতা অর্জুন সিংহ, জিতেন্দ্র তিওয়ারি প্রমুখ। উপস্থিত থাকার কথা থাকলেও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অবশ্য এ দিন থাকতে পারেননি।
রানি রাসমণি অ্যাভিনিউয়ের সমাবেশে বক্তারা ভাষাগত সংখ্যালঘুদের এক ছাতার তলায় আসার আহ্বান জানিয়েছেন। তাঁদের অভিযোগ, তৃণমূল বিরোধী ভোট ভাগ করার স্বার্থেই বাঙালি-অবাঙালি বিভাজন চায়। জিতেনের বক্তব্য, “বাঙালির সংস্কৃতি সকলকে নিয়ে চলা। ছট পূজোয় আমার প্রতিবেশী বাঙালিরা আমাদের কাছে ঠেকুয়া খেতে চান। অথচ রাজনৈতিক কারণে নির্বাচন এলেই কেউ কেউ আমাদের বহিরাগত তকমা দিয়ে বিভাজনের ফায়দা তোলে।” অর্জুনের অভিযোগ, “রাজ্যের হিন্দিভাষীদের ব্যাবহার করে ফেলে দিতে চায় তৃণমূল! আমাদের বহিরাগত বলে সরিয়ে রাখার চেষ্টা হলে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।” ভাষাগত বিভাজন মুছতে রাজ্যের সব স্কুলে বাংলা ভাষা শিক্ষা বাধ্যতামূলক করার দাবি তোলা হয়েছে সমাবেশ থেকে।