—প্রতীকী ছবি।
জোড়া শিশুর দেহ উদ্ধার হল ইছামতী নদী থেকে। উত্তর ২৪ পরগনার বনগাঁ থানার ঘাটের কাছে এক শিশুর দেহ ভাসতে দেখে স্থানীয়েরাই পুলিশে খবর দেন। পুলিশ এসে দেহটি উদ্ধার করতে গিয়ে দেখে, পাশে আরও একটি শিশুর দেহ ভাসছে। এসডিপিও অর্ঘ্য পাঁজা বলেন, ‘‘দু’টি দেহ উদ্ধার হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’’
স্থানীয় সূত্রে খবর, এলাকার এক বাসিন্দা থানার ঘাটের কাছে প্রস্রাব করতে গিয়েছিলেন। তিনিই নদীতে এক শিশুর দেহ ভাসতে দেখেন। এর পরেই পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ সূত্রে খবর, একটি শিশুর দেহ উদ্ধার করতে গিয়ে অন্য দেহটি ভেসে উঠে। ওই জোড়া দেহ বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ময়নাতদন্তের জন্য। নদীতে দু’টি দেহ কোথা থেকে এল, তাদের নাম-পরিচয়— এ সব ব্যাপারে এখনও কিছুই জানা যায়নি বলে জানিয়েছে পুলিশ সূত্র।
পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, যিনি প্রথম নদীতে শিশুর দেহ ভাসতে দেখেন, তাঁর নাম বাবলু। সেই বাবলু বলেন, ‘‘প্রস্রাব করতে গিয়েছিলাম থানার ঘাটের কাছে। গিয়ে দেখি পচা দুর্গন্ধ বেরোচ্ছে। এর পরেই নদীতে একটি শিশুর দেহ ভাসতে দেখি। আমিই পুলিশে খবর দিয়েছিলাম। মুখে আঘাতের চিহ্ন ছিল। পুলিশ এসে দেহ উদ্ধার করতে গিয়ে দেখে, পাশে আরও একটি দেহ ভাসছে। দু’টি দেহই উদ্ধার করে নিয়ে গিয়েছে পুলিশ।’’