ডাউন কৃষ্ণনগর লোকালের দুই বগির মধ্যে সংযোগ বিচ্ছিন্ন হয়ে বিপত্তি। নিজস্ব ছবি।
উত্তর ২৪ পরগনার শ্যামনগরে ব্যাহত ট্রেন চলাচল। শিয়ালদহ মেন শাখায় শ্যামনগরের কাছে ডাউন কৃষ্ণনগর লোকালের দুই কামরার মধ্যে সংযোগ বিচ্ছিন্ন হয়ে বিপত্তি ঘটে। রবিবার সন্ধ্যায় শ্যামনগর স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে ঘটনাটি ঘটেছে। যার জেরে ২ নম্বর প্ল্যাটফর্মের লাইন দিয়ে ট্রেন চলাচল আপাতত বন্ধ।
রেল সূত্রে খবর, ২ নম্বর লাইন বন্ধ থাকায় আপাতত ৪ নম্বর লাইন দিয়ে ট্রেন চলাচল করানো হচ্ছে। কিন্তু তাতেও যাত্রী দুর্ভোগ কাটেনি। এক যাত্রী বলেন, ‘‘আমি শ্যামনগর স্টেশন থেকেই উঠেছিলাম। ব্যারাকপুর যাব বলে। আমি যে কামরায় উঠেছিলাম, সেটিরই সংযোগ বিচ্ছিন্ন হয়। প্রবল ঝাঁকুনি দিয়ে থেমে গিয়েছিল ট্রেন।’’
তবে রবিবার, ছুটির দিনে যাত্রীর সংখ্যা কম। তাই, বড় কিছু ঘটেনি। এক যাত্রীর কথায়, ‘‘ছুটির দিন বলেই বাঁচোয়া!’’