Road Accident

নতুন বাইকে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা, মৃত্যু টোটোচালকের

বাইক চালাতে গিয়েই নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল আকাশ দাস (২৬) নামে ওই যুবকের। রবিবার রাতে, আগরপাড়া নর্থ স্টেশন রোডের ঘটনা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

আগরপাড়া শেষ আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২২ ০৭:৫২
Share:

আকাশ দাস। নিজস্ব চিত্র

সুযোগ পেলেই বন্ধুদের মোটরবাইক নিয়ে চালাতে ভালবাসতেন। নিজেরও একটি মোটরবাইক কেনার শখ ছিল। তাই টোটো চালিয়ে যে রোজগার হত, তার কিছুটা অংশ জমিয়ে এক মাস আগে কিনেও ফেলেছিলেন নতুন মোটরবাইক। সেই বাইক চালাতে গিয়েই নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল আকাশ দাস (২৬) নামে ওই যুবকের। রবিবার রাতে, আগরপাড়া নর্থ স্টেশন রোডের ঘটনা। পুলিশ জানিয়েছে, মৃত যুবক ওই এলাকার পাঁচ নম্বর মহাজাতিনগরের বাসিন্দা ছিলেন।

Advertisement

ওই রাতে টোটো চালিয়ে বাড়ি ফেরার পরে বাইক নিয়ে ফের বেরিয়েছিলেন আকাশ। নর্থ স্টেশন রোড ধরে বিটি রোডের দিকে যাওয়ার সময়ে মহাজাতি সেন্ট্রালের কাছে বাইকের নিয়ন্ত্রণ হারান তিনি। রাস্তার পাশের একটি বাড়িতে সজোরে ধাক্কা মারেন। মাথায় গুরুতর আঘাত পেয়ে রক্তাক্ত অবস্থায় ছিটকে পড়েন ওই যুবক। স্থানীয় বাসিন্দা শুভাশিস রায় বলেন, “বিকট শব্দ শুনে বাইরে এসে দেখি, ওই যুবক রাস্তায় পড়ে রয়েছেন। দূরে বাইকটি পড়ে আছে। রাস্তা রক্তে ভেসে যাচ্ছে।”

স্থানীয়েরাই প্রথমে জল দিয়ে ধাতস্থ করার চেষ্টা করেন আকাশকে। খবর পেয়ে খড়দহ থানার টহলদারি গাড়ি এসে তাঁকে উদ্ধার করে কামারহাটি সাগর দত্ত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।

Advertisement

ওই যুবকের মৃত্যুতে এলাকায় নেমেছে শোকের ছায়া। স্থানীয়েরা জানান, আকাশের বাবা রতন দাস পানিহাটি পুরসভার সাফাইকর্মী। দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় ঠিকমতো কাজে যেতে পারেন না। তাই সংসার টানতেই টোটো চালাতে শুরু করেছিলেন আকাশ। সেই রোজগার থেকেই মোটরবাইক কেনার টাকা বাঁচিয়ে রাখতেন বলে জানাচ্ছেন পরিজনেরা। তবে এক মাস আগে বাইকটি কিনলেও তা নিয়ে খুব একটা বেরোতেন না তিনি। আকাশের কাকা শম্ভু বলেন, “বাড়িতে তখন খাচ্ছিলাম। এক জন ফোন করে জানালেন, ভাইপোর দুর্ঘটনা ঘটেছে। তড়িঘড়ি এসে দেখি, রক্তাক্ত অবস্থায় ওকে তোলা হচ্ছে। হাসপাতালে গিয়ে শুনলাম, সব শেষ।”

পুলিশ জানিয়েছে, ওই যুবক কী কারণে বাইকের নিয়ন্ত্রণ হারিয়েছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থলের আশপাশের সিসি ক্যামেরার ফুটেজও পরীক্ষা করা হবে বলে জানিয়েছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement