Partha Bhowmick

টাকা তুললে গিয়ে পা ধরে ক্ষমা চান: পার্থ

তৃণমূল সূত্রের খবর, বৃহস্পতিবার বাগদার কুড়ুলিয়ায় ওই কর্মিসভায় পার্থ প্রথম থেকেই ছিলেন আক্রমণাত্মক মেজাজে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বাগদা  শেষ আপডেট: ২৮ জুন ২০২৪ ০৯:১৩
Share:

তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক। —ফাইল চিত্র।

টাকা তোলা নিয়ে দলের একাংশকে সপ্তাহের গোড়াতেই প্রকাশ্যে ‘কাঠগড়া’য় তুলেছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাগদা বিধানসভার উপনির্বাচনের জন্য কর্মিসভায় গিয়ে ব্যারাকপুরের তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক প্রায় একই সুরে দলীয় কর্মীদের একাংশকে টাকা তুললে সাধারণ মানুষের পা ধরে ক্ষমা চাওয়ার নিদান দিলেন।

Advertisement

তৃণমূল সূত্রের খবর, বৃহস্পতিবার বাগদার কুড়ুলিয়ায় ওই কর্মিসভায় পার্থ প্রথম থেকেই ছিলেন আক্রমণাত্মক মেজাজে। তিনি বলেন, ‘‘যাঁরা মানুষের কাছ থেকে টাকা নিয়েছেন, তাঁরা রাতের অন্ধকারে মানুষের কাছে গিয়ে পা ধরে ক্ষমা চান। তাঁরা বাড়ি বাড়ি ভোট চাইতে যাবেন না। দূরে ভিড়ের মধ্যে থাকবেন। এটাই আপনাদের শেষ সুযোগ। নিজেদের শুধরে নিন।’’

তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুরের সমর্থনে পার্থ এ দিন বয়রা পঞ্চায়েত এলাকার দলীয় কর্মী ও জনপ্রতিনিধিদের নিয়ে বৈঠক করেন। সাংসদের হুঁশিয়ারি শুনে সভায় উপস্থিত সাধারণ তৃণমূল কর্মীরা সন্তোষ প্রকাশ করেছেন। পরে পার্থ বলেন, ‘‘কর্মীরা মন খুলে কথা বলেছেন সভায়। আমরা মত বিনিময় করেছি। এটাই আসল তৃণমূল।’’ জানা গিয়েছে, বাগদা ব্লক অফিসের ‘দুর্নীতি’ প্রসঙ্গে কর্মিসভায় সরব হয়েছেন ব্যারাকপুরের সাংসদ। যদিও এ নিয়ে তিনি কোনও মন্তব্য করতে চাননি।

Advertisement

দলীয় কর্মীদের একাংশের প্রতি পার্থের হুঁশিয়ারিকে গুরুত্ব দিতে নারাজ বিজেপি। বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি দেবদাস মণ্ডল বলেন, ‘‘এ সব নাটক করে লাভ হবে না। বাগদার সাধারণ মানুষ তৃণমূলকে ক্ষমা করবে না।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement