হাসপাতালে ভর্তি করানো হয়েছে আহতদের। — নিজস্ব চিত্র।
তৃণমূল এবং সিপিএমের সংঘর্ষে উত্তেজনা ছড়াল উত্তর ২৪ পরগনার শাসনের কৃষ্ণমাটি এলাকায়। সিপিএমের অভিযোগ, দলীয় পতাকা লাগানোর সময় তাঁদের কর্মীদের মারধর করা হয়েছে। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। তাদের দাবি, সংঘর্ষের ঘটনা সিপিএমের দলীয় কোন্দলের ফল।
আগামী ৬ মে সিপিএমের জনসভা রয়েছে বারাসতের কাছারি ময়দানে। শুক্রবার শাসনের কৃষ্ণমাটি এলাকায় পতাকা লাগাচ্ছিলেন সিপিএম সমর্থকেরা। সেই সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা আক্রমণ করে বলে অভিযোগ। দু’পক্ষের মারপিটে কয়েক জন আহত হয়েছেন। তাঁদেরকে বারাসাত হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সিপিএমের দাবি, শ’দেড়েক লোকজনকে জড়ো করে তাঁদের উপর হামলা চালিয়েছে তৃণমূলই। তাদের দাবি, জনা পনেরো সমর্থক জখম হয়েছেন। তাঁদের কারও মাথা ফেটেছে, কারও হাত-পা ভেঙেছে বলেও দাবি সিপিএম নেতাদের। যদিও পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই সংঘর্ষে জখম হয়েছেন পাঁচ থেকে ছ’জন। মারপিটের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।
সিপিএমের অভিযোগ নিয়ে উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের বনভূমি কর্মাধ্যক্ষ তথা তৃণমূল নেতা একেএম ফারহাদ বলেন, ‘‘এটা নব্য সিপিএম এবং পুরনো সিপিএমের মধ্যে বিবাদ। ওরা নিজেরাই গন্ডগোল করে আমাদের ঘাড়ে চাপাতে চাইছে। মানুষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ারে ব্যস্ত আছেন। ওঁদের সঙ্গে কোনও বিবাদে তাঁরা নেই।’’ বিষয়টি নিয়ে বারাসত পুলিশ জেলার সুপার ভাস্কর মুখোপাধ্যায় বলেন, ‘‘মারামারির ঘটনা ঘটেছে। দু’পক্ষের তরফে আলাদা আলাদা মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতার করা হবে।’’