Dimple Kapadia’s Haircare Tips

ভাল চুলের গোপন সূত্র আগামী প্রজন্মকে দিতে চান ডিম্পল! কী ভাবে কেশের যত্ন নেন তিনি?

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী ডিম্পল কপাডিয়া জানান, ছোট থেকেই তাঁর চুল খুব ঘন। একই সঙ্গে অসম্ভব রুক্ষও। তাই তেলের উপরেই তাঁকে ভরসা করতে হয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০২৫ ১১:৩১
Share:

অভিনেত্রী ডিম্পল কপাডিয়া। ছবি: সংগৃহীত।

একটা বয়সের পর মহিলাদের শারীরিক এবং মানসিক নানা রকম পরিবর্তনের মধ্যে দিয়ে যেতে হয়। রজোনিবৃত্তির পর হরমোন ক্ষরণেও হেরফের হয়। যে কারণে বাইরের সৌন্দর্যে ভাটা পড়ে। ত্বক, চুল নিষ্প্রাণ হয়ে যায়। তবে সত্তর ছুঁইছুঁই বয়সেও অভিনেত্রী ডিম্পল কপাডিয়ার একঢাল চুল দেখলে যে কেউ ঈর্ষা করতে পারেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, ছোট থেকেই তাঁর চুল খুব ঘন। একই সঙ্গে অসম্ভব রুক্ষও। তাই তেলের উপরেই তাঁকে ভরসা করতে হয়। ডিম্পল এখনও যে ভাবে চুলের যত্ন নেন, সেই গোপন সূত্র তিনি আগামী প্রজন্ম, অর্থাৎ নাতি-নাতনিদেরও দিয়ে যেতে চান।

Advertisement

ডিম্পলের চুলের গোপন সূত্র কী?

তেল, তেল এবং তেল:

Advertisement

ভাল চুলের গোপন টোটকা হল তেল। চুলের মান, নতুন চুল গজানো থেকে চুলের জেল্লা— তেলের গুণে সবই সম্ভব। ডিম্পল বলেন, “চুলে তেল মাখার অভ্যাস করতে হবে। আমি এখনও চুলে তেল মেখে সারা রাত রেখে দিই।” সত্তর ছুঁইছুঁই বয়সেও ডিম্পলের ঘন, রেশমের মতো চুল পাওয়ার পুরো কৃতিত্বই তেলের। তিনি বলেন, “কাঠবাদাম এবং চন্দনকাঠের তেলের সঙ্গে কয়েক ফোঁটা জেরেনিয়াম, রোজ়মেরি এবং ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল মিশিয়ে বিশেষ এক ধরনের তেল তৈরি করি আমি। সেটিই আমার সুন্দর চুলের গোপন সূত্র।”

পেঁয়াজের রস:

আজকাল অনেকেই মাথার ত্বকে পেঁয়াজের রস মাখেন। ডিম্পলের মত, “পেঁয়াজের রস চুলের জন্য ভাল। তবে সরাসরি মাথায় পেঁয়াজের রস না মেখে তার নির্যাস মিশ্রিত তেল মাখা নিরাপদ।” পাশাপাশি, রাসায়নিক দেওয়া রং ব্যবহার না-করার পরামর্শও দিয়েছেন অভিনেত্রী।

ঘরোয়া প্যাক:

রেশমের মতো চুল পেতে হলে শুধু শ্যাম্পু, কন্ডিশনারের উপর ভরসা করলে হবে না। অভিনেত্রী জানিয়েছেন, তিনি সারা রাত চুলে তেল মেখে রেখে দেন। পরের দিন শ্যাম্পু করার আগে বাড়িতে তৈরি বিশেষ একটি প্যাক মাখেন তিনি। ডিম্পল বলেন, “ছোট একটি পাত্রে ৫টি ডিমের সাদা অংশ, ১টি পাকা কলা এবং ১টি গোটা ডিম দিয়ে ঘরোয়া প্যাক বানিয়ে মাথায় মাখি। আধ ঘণ্টা রেখে ঈষদুষ্ণ জল দিয়ে ধুয়ে ফেলি। কেউ চাইলে শ্যাম্পুও করতে পারেন।”

চুলের স্বাস্থ্যের জন্য পুষ্টিও গুরুত্বপূর্ণ:

বয়সকালে শরীরের জোর কমে আসে। শারীরিক, মানসিক নানা পরিবর্তনের প্রভাব এসে পড়ে চুলের স্বাস্থ্যের উপর। তাই খাওয়াদাওয়ার দিকে বিশেষ ভাবে নজর দেওয়া প্রয়োজন। ডিম্পল জানিয়েছেন, উপকূলবর্তী এলাকার মেয়ে হওয়ায় ছোট থেকেই তিনি প্রচুর মাছ খেয়েছেন। চুলের স্বাস্থ্যের জন্য প্রোটিন, ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঙ্গে নানা ধরনের বীজ, বাদামও রাখতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement