Crime

Crime: পড়াতে গিয়ে নবম শ্রেণির ছাত্রীকে দিনের পর দিন ধর্ষণের অভিযোগ! গ্রেফতার গৃহশিক্ষক

ওই নির্যাতিতা ছাত্রীর পরিবারের অভিযোগ, পড়াতে গিয়ে একাধিক বার তাঁদের নাবালিকা মেয়েকে যৌন হেনস্থা করেন ওই শিক্ষক।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ জুলাই ২০২২ ১৬:১৭
Share:

গোপালনগরে গ্রেফতার শিক্ষক। প্রতীকী চিত্র।

পড়াতে গিয়ে নবম শ্রেণির ছাত্রীকে একাধিক বার যৌন হেনস্থার অভিযোগে এক গৃহশিক্ষককে গ্রেফতার করল পুলিশ। ধৃত শিক্ষকের নাম অলীক বিশ্বাস। তিনি উত্তর ২৪ পরগনার গোপালনগরের বাসিন্দা বলে খবর।

Advertisement

পুলিশ সূত্রে খবর, ধৃত ওই শিক্ষক একটি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন। পাশাপাশি, গৃহ শিক্ষকতাও করতেন। চলতি বছরের জানুয়ারি মাস থেকে নির্যাতিতার বাড়িতে তিনি টিউশন পড়াতে যেতেন। সেখানে দিনের পর দিন তাঁকে যৌন হেনস্থা করেন বলে অভিযোগ।

নাবালিকার পরিবারের দাবি, ফাঁকা ঘরে একা পেয়ে বেশ কয়েক বার তাঁদের নাবালিকা মেয়েকে ধর্ষণ করেন ওই শিক্ষক। প্রথমে ভয়ে এবং সঙ্কোচে নিজে থেকে কাউকে বলতে পারেনি তাঁদের মেয়ে। কিন্তু বেশ কিছু দিন তার আচার-ব্যবহারে কিছু অসঙ্গতি দেখেন পরিবারের লোকজন। তাকে জিজ্ঞাসা করলে সব ঘটনা খুলে বলে সে।

Advertisement

ওই শিক্ষকের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করেছে পুলিশ। শুক্রবার তাঁকে বনগাঁ মহাকুমা আদালতে পাঠানো হয়৷

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement