চাঁদিফাটা রোদ। তার পর উপর ভয়ানক গরম। বেলা যত বাড়ছে লাফিয়ে লাফিয়ে বাড়ছে তাপমাত্রা। আর এই প্রখর রোদের মধ্যে রাস্তায় দাঁড়িয়ে ট্র্যাফিক পুলিশ নিজেদের কাজ করে চলেছেন। অটো ড্রাইভার থেকে টোটো ড্রাইভার প্রত্যেকে নিজেদের দায়িত্বে বহাল। গরমের মধ্যে তাঁদের খানিক স্বস্তি দিতে এগিয়ে এলেন বারাসতের ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সমীর কুণ্ডু। তাঁর উদ্যোগে গাড়ি চালক, নিত্যযাত্রী থেকে ট্র্যাফিক পুলিশ—প্রত্যেককে লেবুজল আর বাতাসা তুলে দেওয়া হল। গরমের মধ্যে পথচলতি মানুষজন কাউন্সিলরের এই উদ্যোগে দারুণ খুশি।
তাঁর কথায়, ‘‘প্রচণ্ড গরম। এ সপ্তাহে বৃষ্টিও হবে না বলে হাওয়া অফিস পূর্বাভাস দিয়েছে। চাঁপাডালি পথচলতিদের জন্য তাই একটা জলছত্র করলাম। এক গ্লাস জল পেলে মানুষ এই গরমে স্বস্তি পাচ্ছেন। ওই টুকুই সবার জন্য করছি।’’