অশোকনগরে বামেদের মিছিল। — নিজস্ব চিত্র
'কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ।' অনেক দিন পর বামেদের পুরনো স্লোগান শোনা গেল উত্তর ২৪ পরগনার অশোকনগরে। সিঙ্গুরে টাটার কারখানা তৈরির উদ্যোগে সময়ে তৈরি হওয়া স্লোগান নিয়েই রবিবার ওএনজিসি প্রকল্পের সমর্থনে মিছিল করল বিভিন্ন বাম ছাত্র-যুব সংগঠন। ওই প্রকল্পের জন্য অধিগৃহীত জমি যাদের থেকে নেওয়া হয়েছে সেই কৃষকদের ক্ষতিপূরণের দাবিও উঠল মিছিল থেকে।
রবিবার এসএফআই ও ডিওয়াইএফআইয়ের ডাকে উত্তর ২৪ পরগনার অশোকনগরের গোলবাজার থেকে ওএনজিসি প্রকল্প পর্যন্ত মিছিল হয়। এসএফআই নেতা আকাশ কর বলেন, ‘‘সিঙ্গুরে শিল্প স্থাপনে বাধা দিয়ে বাংলার স্বপ্নের সমাধি ঘটিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখানেও ওএনজিসি প্রকল্প নিয়ে ঘোলাজলে মাছ ধরার চেষ্টা করছে শাসকদলের কিছু নেতা। কৃষকদের ক্ষতিপূরণের দাবিতে পথ অবরোধ করা হয়েছে। কৃষকদের ক্ষতিপূরণের ব্যবস্থা রাজ্য সরকারকেই করতে হবে।’’