Baranagar Hospital

ডাক্তারি ছাত্রের মৃত্যুতে উত্তেজনা বরাহনগরের বিশেষ সক্ষমদের হাসপাতালে, বিক্ষোভ পড়ুয়াদের

বরাহনগরে বিশেষ সক্ষমদের হাসপাতালে এক ছাত্রের মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়াল। হাসপাতালে চিকিৎসা পরিষেবা নিয়ে ক্ষোভ পড়ুয়াদের।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০২২ ১২:৩১
Share:

বরানগরের হাসপাতালে পড়ুয়াদের বিক্ষোভ। নিজস্ব চিত্র।

বরাহনগরে বিশেষ সক্ষমদের হাসপাতালের হস্টেলে এক ছাত্রের মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়াল। হস্টেলে সোমবার মধ্যরাত থেকে বিক্ষোভ প্রদর্শন করছেন পড়ুয়ারা।

Advertisement

বিক্ষোভরত পড়ুয়াদের দাবি, সোমবার রাতে প্রিয়রঞ্জন সিংহ নামে হাসপাতালের এক ডাক্তারি পড়ুয়া আত্মহত্যার চেষ্টা করেন। তাঁর রুমমেট প্রথমে এটা দেখতে পান। তিনি ঘরের জানলা দিয়ে প্রিয়রঞ্জনকে ঝুলন্ত অবস্থায় দেখেন। এর পরই বাকি পড়ুয়াদের ডাকেন তিনি। পরে সকলে মিলে দরজা খুলে প্রিয়রঞ্জনকে উদ্ধার করেন।

বিক্ষোভকারীদের দাবি, উদ্ধার করার সময় ওই পড়ুয়ার দেহে প্রাণ ছিল। তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পড়ুয়ারা প্রিয়রঞ্জনকে নিয়ে সাগর দত্ত হাসপাতালের উদ্দেশে রওনা দেন। কিন্তু মাঝপথে প্রিয়রঞ্জনের মৃত্যু হয়। ছাত্রদের অভিযোগ, বরাহনগরের ওই হাসপাতালে ন্যূনতম চিকিৎসার পরিষেবা নেই। ইমার্জেন্সি পরিষেবা নেই। চিকিৎসা পরিষেবা থাকলে হয়তো সঠিক সময়ে চিকিৎসায় প্রিয়রঞ্জনতে বাঁচানো যেত।

Advertisement

এর প্রতিবাদে সোমবার রাত ১২টা থেকে হাসপাতালের সামনে বিক্ষোভ অবস্থান করছেন পড়ুয়ারা। প্রিয়রঞ্জনের মৃত্যুর বিচারের দাবি জানিয়েছেন তাঁরা। মঙ্গলবার সকালে হাসপাতালের গেট বন্ধ করে বিক্ষোভ প্রদর্শন করছেন ছাত্ররা। বাইরে থেকে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। অবিলম্বে ওই হাসপাতালের পরিষেবা উন্নত করার দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ঘটনা সম্পর্কে হাসপাতালের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement