রাস্তায় গর্ত, দুর্ভোগ প্রতিদিনের সঙ্গী

প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা প্রকল্পে রাস্তা তৈরি হয়েছিল। কিন্তু বছর কয়েক যেতে না যেতেই সেই বেরিয়ে পড়েছে ইট। তৈরি হয়েছে গর্ত।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ক্যানিং শেষ আপডেট: ২৭ জুলাই ২০১৬ ০২:৪৯
Share:

বেহাল রাস্তা। নিজস্ব চিত্র।

প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা প্রকল্পে রাস্তা তৈরি হয়েছিল। কিন্তু বছর কয়েক যেতে না যেতেই সেই বেরিয়ে পড়েছে ইট। তৈরি হয়েছে গর্ত। দক্ষিণ ২৪ পরগনার ক্যানিঙের হবির মোড় থেকে বারুইপুরের জামতলা বাজার সংযোগকারী প্রায় ১৪ কিলোমিটার এই রাস্তার এখন এমনই অবস্থা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রশাসনের কাছে বার বার আবেদন করেও ফল হয়নি। মাঝে মধ্যেই ঘটছে দুর্ঘটনা।

Advertisement

জেলা শাসক পিবি সেলিম বলেন, ‘‘রাস্তাটি যে খারাপ সেটি আমার নজরে এসেছে। সেটি দ্রুত সংস্কার করা হবে।’’

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বারুইপুর মহকুমার মেরিগঞ্জ, কোচিয়ামারা, ক্যানিং মহকুমার হেড়োভাঙা, গোলাবাড়ি-সহ বিস্তীর্ণ এলাকার কয়েক হাজার মানুষ প্রতি দিন ওই রাস্তা ব্যবহার করেন। কিন্তু রাস্তায় অবস্থা খারাপ হওয়ায় তাঁরা সমস্যায় পড়ছেন। কমছে বাসের সংখ্যা। আগে এই রাস্তা দিয়ে জামতলা-ঝড়খালি, বাসন্তী-ঝড়খালি রুটের বাস চলাচল করত। কিন্তু সেগুলি অনিয়মিত। এই রুটে এখন ভরসা বলতে এসডি-৪১ রুটের ৪-৫টি বাস। এই বাসগুলি বাসন্তীর আমলামেথি থেকে বারুইপুরের জামতলা বাজার পর্যন্ত যায়। বাস মালিক ইউসুফ সর্দার, অমিতাভ মণ্ডলদের ক্ষোভ, ‘‘ঋণ নিয়ে বাস কিনেছি। কিন্তু খারাপ রাস্তার কারণে বাসের যন্ত্রাংশ খারাপ হয়ে যাচ্ছে।’’

Advertisement

বাস কমে যাওয়ায় এখন স্থানীয় বাসিন্দাদের ভরসা রিকশা, মোটর ভ্যান। স্থানীয় বাসিন্দা আমজেদ শেখ, পালাল সর্দারদের ক্ষোভ, রাস্তাটি দীর্ঘ দিন ধরে খারাপ। কিন্তু কারও হেলদোল নেই। প্রশাসনকে জানিয়েও লাভ হচ্ছে না। রাস্তা সংস্কারের দাবিতে অবরোধও হয়েছে। কিন্তু কোনও কাজ হয়নি।

সুন্দরবন উন্নয়ন মন্ত্রী মণ্টুরাম পাখিরা জানান, ভোট এসে যাওয়ায় ওই রাস্তার সংস্কার করা যায়নি। তাঁর আশ্বাস, ‘‘সুন্দরবন উন্নয়ন দফতরের টাকায় ওই রাস্তা সংস্কারের জন্য টেন্ডার হয়েছে। দ্রুত কাজ শুরু হবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement